হাইকোর্টে গাজীপুরের আয়নালের মৃত্যুদণ্ড বহাল
- নিজস্ব প্রতিবেদক
- ১৬ মে ২০২৪, ০০:০০
গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় স্ত্রী আনোয়ারা বেগমকে হত্যার দায়ে স্বামী আয়নাল হককে বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো: হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আসামির আপিল ও জেল আপিল খারিজ করে বিচারিক আদালতের রায়ে অনুমোদন দেন ।
আদালতে আয়নালের পক্ষে ছিলেন আইনজীবী এম এ মুস্তাকিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান মনির। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়নাল হক গাজীপুর নগরীর বাইমাইল পশ্চিমপাড়ার আব্দুল মান্নানের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ১০ জানুয়ারি রাতে বাইমাইলের বাড়ি থেকে আয়নালের স্ত্রী আনোয়ারা বেগমের দগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আয়নাল হক ও ভাই আমজাদ হোসেন আঞ্জুকে আটক করা হয়। পরে কথাবার্তায় সন্দেহ হলে কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম আটক দু’জনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন।
পরে পুলিশি জিজ্ঞাসাবাদে আয়নাল হক তার স্ত্রী আনোয়ারা বেগমকে শ্বাসরোধে হত্যা এবং ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে লাশের গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়ার দায় স্বীকার করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা