১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গৃহকর্মী হত্যার রায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

-

রাজধানীর মতিঝিলে শিল্পী বেগম নামে ১১ বছরের এক গৃহকর্মীকে হত্যার দায়ে বাড়িওয়ালা নজরুল ইসলাম ও তার স্ত্রী রাবেয়া আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের কারাভোগের নির্দেশ দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো: ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। এ দিন রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী শিল্পী বেগম উত্তর কমলাপুর কবি জসীমউদ্দীন রোডে নজরুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করত। ২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি শিল্পীর মা অজ্ঞাত ফোন কলের মাধ্যমে জানতে পারেন তার মেয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। সংবাদ পাওয়ার পর মা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখতে পান, তার মেয়ে গুরুতর জখম অবস্থায় ভর্তি রয়েছে। আশপাশের লোকজনের আথে কথা বলে জানতে পারেন, আসামিরা ভিকটিমকে ঘরের দরজা আটকে রড ও লাঠি দিয়ে মাথায় গুরুতর আঘাত করেছে। এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে ভিকটিমকে আঘাত করা হতো বলে তিনি জানতে পারেন।
ঘটনার তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় শিল্পী মারা যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা সিরাজুল ইসলাম বাদি হয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহিম একই বছরের ৩০ এপ্রিল নজরুল ও তার স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরের বছরের ২৬ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে আদালত ২২ জন সাক্ষীর মধ্যে ছয়নের সাক্ষ্য গ্রহণ করেন।


আরো সংবাদ



premium cement