তিন দিনেও খোঁজ মেলেনি হাফেজ আব্দুল মাবুদের
হেফাজতের সংবাদ সম্মেলন- হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
- ১৫ মে ২০২৪, ০২:০৩
অস্ত্রসহ সাদা পোশাকধারীরা গভীর রাতে ঘর থেকে উঠিয়ে নেয়ার তিন দিন পরও খোঁজ মেলেনি হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলার যুগ্ম সম্পাদক ও হাটহাজারী ওলামা পরিষদের সহ-প্রচার সম্পাদক হাফেজ আব্দুল মাবুদের। এ দিকে তার সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গত সোমবার (১৩ মে) রাত ৯টায় হাটহাজারীর একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- হেফাজত, ওলামা পরিষদ নেতৃবৃন্দ ও হাফেজ আব্দুল মাবুদের পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন হেফাজতের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরিস।
এ সময় তিনি বলেন, হাফেজ আব্দুল মাবুদের নামে ব্যক্তিগত কোনো মামলা নেই, দেশে এখন কোনো অস্থিতিশীল পরিস্থিতিও নেই। এমন সময় হেফাজতে ইসলামের হাটহাজারী উপজেলার যুগ্ম সম্পাদক নিরীহ একজন সাধারণ ব্যবসায়ী আব্দুল মাবুদের গুম হাওয়ায় বিষয়টি বিস্ময়কর। আইনশৃঙ্খলাবাহিনীর কাছে আমাদের দাবি অনতিবিলম্বে হাফেজ আব্দুল মাবুদের সন্ধান দিতে হবে এবং তাকে মুক্তি দিতে হবে।
তিনি আরো বলেন, বিগত দিনে হেফাজতের নেতাকর্মীদের নামে-বেনামে যেসব মিথ্যা মামলা রুজু হয়েছিল এসব মামলায় তার নাম থাকতে পারে। প্রকৃতপক্ষে তিনি একজন ব্যবসায়ী। হাফেজ আব্দুল মাবুদের সন্ধান ও মুক্তি না মিললে হেফাজতের কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এ সময় হেফাজতের কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় হেফাজতের সহ-অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী, হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার, সহসভাপতি হাবিবুল হক বাবু, হাটহাজারী পৌরসভার সাধারণ সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ, হেফাজতের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাওলানা হাবিবুল হক বিন খালেদ, হাটহাজারী উপজেলার হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা মাসউদুর রহমান চৌধুরী এবং হাফেজ আব্দুল মাবুদের চাচা মোহাম্মদ শফি, চাচতো ভাই মো: শাফায়েত এবং তার মা সাজেদা বেগম, চাচী ও তিন ছেলেমেয়ে উপস্থিত ছিলেন।
হাটহাজারী পৌরসভার সভাপতি মাওলানা জাহাঙ্গীর মেহেদী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, হাফেজ আব্দুল মাবুদ হাটহাজারী বাজারের স্বনামধন্য ব্যবসায়ী, বাসস্ট্যান্ড কলাবাগানের পাওয়ার নেট ও শাফায়েত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়ি মেখল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফজারী তালুকদার বাড়ি থেকে তাকে আইন প্রয়োগকারী সংস্থার পরিচয়ে সশস্ত্র সাদা পোশাকধারীরা পরিবারের সদস্যদের উপস্থিতিতে সাময়িক জিজ্ঞাসাবাদের কথা বলে বাসা থেকে তুলে নিয়ে যায়। তবে অত্যন্ত পরিতাপের বিষয়- বিষয়টি ফেসবুক-সহ সোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং ইতোমধ্যে কয়েকটি প্রিন্ট মিডিয়ায় নিউজও হয়েছে। তা ছাড়া রোববার হাটহাজারী মডেল থানায় তার পরিবার ও হাটহাজারী হেফাজতের পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হয়েছে। সেই সাথে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার ও এমপিসহ প্রসাশন এবং গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ পর্যায়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগাযোগ করা হলেও আজ তিন দিন পার হলেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার পক্ষ থেকে তার বিষয়ে কোনো তথ্য আমরা পাইনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা