২ জেলায় আগুনে পুড়ে গেছে ১৬টি দোকান ও বসতঘর
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৪ মে ২০২৪, ০১:৩২
কিশোরগঞ্জ ও পিরোজপুরে গতকাল পৃথক অগ্নিকাণ্ডে আটটি দোকান ও আটটি বসরঘর পুড়ে গেছে।
তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে তাড়াইল বাজার হাজী গোলাম হোসেন বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে নুর ইসলাম সুপার মার্কেটের একটি পেট্রলের দোকানে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাড়াইল ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনসুর আলী আরিফের নেতৃত্বে পুলিশ ও স্থানীয়রাও আগুন নেভানোর কাজে অংশ নেন। কিছুক্ষণ পর পার্শ্ববর্তী উপজেলা করিমগঞ্জ ও ময়মনসিংহের নান্দাইল থেকে ফায়ার সার্ভিসের একটি করে ইউনিট এবং কিশোরগঞ্জ জেলা শহর থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে অন্তত আটটি দোকান ও পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
এদিকে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল মামুন। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ এনামুল হক জানান, সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।
পিরোজপুরে ৩টি বসতঘর ভস্মীভূত
পিরোজপুর প্রতিনিধি জানান, পিরোজপুর উপজেলার ভাইজোড়ার বড়পোল নামক এলাকায় আগুনে পুড়ে গেছে তিনটি বসতঘর। এ ঘটনায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ঘর মালিকদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে পিরোজপুর পৌর এলাকার ভাইজোড়া বড়পোল নামক এলাকার জামালের বাড়িতে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন পাশর্^বর্তী কামাল ও পলাশের ঘরেও ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুত্যিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা