মাঝ আকাশ থেকে ঝাঁপ দেয়ার হুমকি
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৪ মে ২০২৪, ০১:৩০
মাঝ আকাশে বিমান থেকে সমুদ্রে ঝাঁপ দেয়ার হুমকি দিলেন এক যাত্রী। দুবাই থেকে রওনা দেয়ার পর বিমানটি তখন আরব সাগরের ওপর দিয়ে ভারতের পথে। হঠাৎ বিমানের জানালার ধারে দাঁড়িয়ে সমুদ্রে ঝাঁপ দেয়ার হুমকি দিলেন এক যাত্রী। ঘটনার জেরে আতঙ্ক ছড়াল এয়ার ইন্ডিয়ার বিমানে। এ নিয়ে বিমানকর্মীদের সাথেও হাতাহাতি শুরু হয় ওই যাত্রীর।
জানা গেছে, গত ৮ মে দুবাই থেকে মেঙ্গালুরুর উদ্দেশে রওয়ানা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এই বিমানের যাত্রী ছিলেন কেরালার কান্নুরের বাসিন্দা মোহাম্মদ বিসি। শুরুতে সব কিছু ঠিকঠাকই ছিল। কিছুক্ষণ পর হঠাৎ নিজের আসন ছেড়ে উঠে পড়েন ওই যাত্রী। হুমকি দিতে থাকেন বিমান থেকে সমুদ্রে ঝাঁপ দেবেন তিনি।
এ অবস্থায় কোনোমতে ওই যাত্রীকে সামলান বিমানের ক্রু মেম্বাররা। এরপর বিমানটি মেঙ্গালুরুতে অবতরণ করলে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্তকে। বিমানের মধ্যে কেন তিনি এমন আচরণ করছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ইন্টারনেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা