১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বজ্রসহ বৃষ্টি ও ঝড় হলেও বাড়ছে তাপমাত্রা

-

সারা দেশেই বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড় অব্যাহত থাকলেও কমে গেছে বৃষ্টির পরিমাণ, বেড়ে যাচ্ছে তাপমাত্রা। বৃষ্টি কমে গিয়ে আজ সোমবার থেকেই সারা দেশে দিনের তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে আবহাওয়া দফতর থেকে। এ ছাড়া আগামীকাল মঙ্গলবার রাত থেকেই বেড়ে যেতে পারে তাপমাত্রা। বুধবার সারা দেশেই বেশ ভালোভাবে তাপমাত্রা বেড়ে যাওয়ার ব্যাপার উপলব্ধি করা যাবে। অন্য দিকে আগামী বৃহস্পতিবারই সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে কিছু ক্ষতির খবর পাওয়া গেছে। বজ্র যেখানে পড়ছে সেটিই পুড়ে যাচ্ছে। সাধারণ এলাকার সবচেয়ে উঁচু যে স্থাপনাগুলো থাকে অথবা সবচেয়ে উঁচু গাছের উপর বজ্র পড়ে। তাও না থাকলে সবচেয়ে উঁচু বাড়িতেই বজ্রের মূল অংশটা পড়ে। একই সাথে শিলাবৃষ্টি হয়ে ফসলের ক্ষতি করে যাচ্ছে। এ সময় মাঠে চরে বেড়ানো গবাদিপশুর মৃত্যু হচ্ছে।
তবে আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি গরমটা বেশি দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই। খুব অল্প দিনেই উচ্চ তাপমাত্রা পরিবর্তন হয়ে আবারো শীতল হয়ে যাবে পরিবেশ। গরমটা শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই আবারো বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ দিকে বিশিষ্ট জলবায়ু এবং এল নিনো ও লা নিনা বিশেষজ্ঞ ড. রাশেদ চৌধুরী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এল নিনো ও লা নিনা পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, ‘প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এখনকার এল নিনো পরিবর্তিত হতে যাচ্ছে এবং তা শিগগিরই লা নিনায় রূপান্তর হবে। লা নিনার সময়ে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হবে এবং আগের চেয়ে একটু বেশি বন্যা হয়ে যেতে পারে।’
বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অঞ্চলগুলোয় ঝড় তৈরি হয়ে সিলেট বিভাগের দিকে অগ্রসর হচ্ছে। ফলে বৃষ্টিপাত ঢাকা শহরের পূর্ব পাশের থানা ও উপজেলাগুলো অথবা এর কাছাকাছি স্থানের উপর দিয়ে অগ্রসর হচ্ছিল। মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলার উপরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং এই স্থানগুলোতে গভীর রাতের আগেই বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।
আজ সোমবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ঈশ্বরদীতে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা উঠেছিল মৌলভীবাজারের চা-বাগান এলাকার আবহাওয়া স্টেশন শ্রীমঙ্গলে ২১.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৪.২ ও ২২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হওয়ার পর থেকে দেশের তাপমাত্রা বেশ সহনীয় পর্যায়েই ছিল। দেশের কোথাও তাপপ্রবাহের পর্যায়ের সর্বোচ্চ তাপমাত্রা ওঠেনি। দেশের সর্বোচ্চ তাপমাত্রার অঞ্চলগুলোও বৃষ্টি হয়ে ঠাণ্ডা হয়ে গেছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকাল দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৩৩ মিলিমিটার। আবহাওয়া অফিসের তথ্য অনুসারে, গতকাল দেশে মাত্র ১২ স্থানে বৃষ্টি হয়েছে। এর মধ্যে ১ থেকে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে আট স্থানে। তেঁতুলিয়া ছাড়া সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে হাতিয়ায় ৩১ মিলিমিটার, বরিশালে ২৯ মিলিমিটার, ভোলায় ১২ মিলিমিটার, বগুড়ায় ১৬ মিলিমিটার, গোপালগঞ্জে ৭ মিলিমিটার।

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু
নড়াইল প্রতিনিধি জানান,বজ্রপাতে নড়াইলের লোহাগড়া উপজেলার সরশুনা গ্রামে নবম শ্রেণীর ছাত্র মিরাজ মুন্সীর (১৫) মৃত্যু হয়েছে। মাঠে গরু চরাতে গিয়ে গতকতাল রোববার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। মিরাজ সরুশুনা গ্রামের বিপুল মুন্সীর ছেলে এবং স্থানীয় এলএসজেএন ইউনিয়ন ইনস্টিটিউশনের নবম শ্রেণীর ছাত্র।
এ সময় ওই গ্রামের মাহফুজার মুন্সীর একটি গাভীও ব্রজপাতে মারা যায়। এ ঘটনায় মিরাজ মুন্সীর পরিবারে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

 


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের

সকল