দুই বান্ধবীর কাণ্ড
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৩ মে ২০২৪, ০০:৫৬
মানুষ শখ পূরণে কত অদ্ভূত কাণ্ডই তো ঘটনায়। রসনা বিলাসীরাও প্রিয় খাবারের জন্য করতে পারেন অনেক কিছু। এবার তেমন কাণ্ডই ঘটালেন যুক্তরাজ্যে বসবাস করা দুই বান্ধবী।
পিৎজার প্রতি ভালোবাসা থেকেই তারা লিভারপুল থেকে ইতালির পিসায় যান। আর পরের দিনই আবার বাড়ি ফেরেন।
ম্যানচেস্টার ইভনিং নিউজ নামের একটি গণমাধ্যম এই পিৎজা পাগলদের গল্প প্রকাশ করেছে। এতে বলা হয় মর্গান বোল্ড (২৭) ও তার বান্ধবী জেস উডার (২৬) এক সাঙ্ঘাতিক ডে ট্রিপের পরিকল্পনা করেন। অফিস থেকে এক দিনের ছুটি নিয়ে তারা পিৎজা খেয়েই আবার পরের দিন অফিস ধরেন। এই সফরে তারা ১৭০ পাউন্ড ব্যয় করেছেন।
বোল্ড বলেছেন, ‘আমরা ভিন্ন একটা দেশ খুঁজছিলাম। যেখানে যেতে লিভারপুল থেকে লন্ডনে যাওয়ার চেয়ে খরচও কম হবে। কোনো রকম দামি খাবারও খাওয়া ছাড়াই লন্ডনে যেতে গেলে যাওয়া আসার ট্রেন ভাড়া ১০০ পাউন্ড।’ সে কারণেই ইতালির পিসা শহরকে বেছে নেন এই দুই বান্ধবী! ইন্টারনেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা