১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আধিপত্যবাদী অপশক্তির ষড়যন্ত্রে চরম হুমকির মুখে দেশ : গোলাম পরওয়ার

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর শিক্ষাশিবিরে নেতৃবৃন্দ : নয়া দিগন্ত -

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আধিপত্যবাদী অপশক্তির ষড়যন্ত্রের করাল গ্রাসে আমাদের প্রিয় মাতৃভূমি আজ চরম হুমকির মুখে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের একমাত্র রক্ষাকবচ হচ্ছে ইসলাম। অথচ এ দেশের রাষ্ট্রব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠিত না থাকায় সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছেয়ে গেছে, অন্যায় বেড়ে গেছে। সীমাহীন দুর্নীতির ফলে ব্যাংক লুট হচ্ছে, দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। জনগণ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় এ দেশের মাটি ও মানুষকে রক্ষা করতে জামায়াতে ইসলামীর রুকন প্রার্থীসহ সব জনশক্তিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ইসলামী সমাজব্যবস্থার পক্ষে জনমত গড়ে তুলতে হবে। ইসলামের সু-মহান আদর্শের দাওয়াত ঢাকা মহানগরীর প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আল্লাহর তাওহিদের দাওয়াত নিয়ে এই তিলোত্তমা নগরীর প্রত্যেক অলিগলি মুখরিত রাখতে হবে।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে গতকাল রাজধানীর একটি মিলনায়তনে রুকন (সদস্য) প্রার্থীদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় শিক্ষাশিবিরে আরো উপস্থিত ছিলেনÑ কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন ও ড. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশে ইসলামী সমাজ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে। একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য একদল যোগ্য ও দক্ষ লোকের প্রয়োজন। ফলে সেই দক্ষ ও যোগ্য লোক তৈরির জন্যই আজকে রুকন প্রার্থীদের দিনব্যাপী শিক্ষাশিবিরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ইকামাতে দ্বীনের আন্দোলনকে বেগবান করতে বাইয়াতবদ্ধ জীবন যাপন করতে হবে। বাইয়াতে রিদওয়ান, আকাবার শপথ, হুদায়বিয়ার শপথ, মক্কা বিজয়সহ বিভিন্ন সময় সাহাবিরা রাসূল সা:-এর কাছে বাইয়াত নিয়েছিলেন। রাসূল সা:-এর ইন্তেকালের পরে সাহাবায়ে আজমাইন খোলাফায়ে রাশেদিনের কাছে বাইয়াত নিয়েছিলেন। মুসলিম সমাজ পরিচালনার দায়িত্ব যার ওপর ন্যস্ত হয়েছিল তাঁর কাছে বাইয়াত হওয়া ইসলামের ইতিহাসে ব্যাপকভাবে স্বীকৃত ও ঈমানদারদের জন্য অপরিহার্য। এরই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আপনারাও বাইয়াত গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বাইয়াতের কর্মী হিসেবে কবুল করুন।
যশোর : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেন, ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তিই আমাদের জীবনের মূল লক্ষ্য। জামায়াত একটি গণমুখী, কল্যাণকামী ও আদর্শিক রাজনৈতিক সংগঠন। সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণ ও দুঃখ-দুর্দশা লাঘবে সব পর্যায়ের জনশক্তিকে একযোগে কাজ করতে হবে।
গতকাল যশোর পূর্ব সাংগঠনিক জেলা জামায়াতে ইসলামী আয়োজিত ইউনিয়ন সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা আমির মাস্টার নূরুন্নবীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকীর সঞ্চালনায় সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক মাওলানা আজীজুর রহমান। আরো উপস্থিত ছিলেনÑ উপজেলা আমির মাওলানা লিয়াকত আলী এবং মাওলানা রফিকুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মশিউর রহমান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
চীনের রাষ্ট্রদূতের সাথে মঈন খানের বৈঠক আমাদের দু’টি বিজয় দিবস বীর মুক্তিযোদ্ধারা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে : অ্যাডভোকেট জুবায়ের ভারতীয় চলচ্চিত্রে বাংলাদেশকে বিকৃতভাবে উপস্থাপন! স্বাধীনতা যুদ্ধের সঠিক, প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ গাজীপুরে নতুন ট্রেন ও অসমাপ্ত বিআরটি লেনে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা ছিনতাই রোধে রাজধানীতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সকল