১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এক মাছেই কোটিপতি

-

মিলিয়ন ডলার ফিশ প্রতিযোগিতার আওতায় নদীতে ছাড়া হয়েছিল মাছটি। বলা হয়েছিল, যিনি মাছটি ধরতে পারবেন, তিনি পাবেন ১০ লাখ অস্ট্রেলীয় ডলার, যা বাংলাদেশউ টাকায় ৭ কোটি ৭০ লাখ ৪১ হাজার টাকা। বড়শি দিয়ে একটি মাছ ধরে কোটিপতি হয়ে গেছেন এক তরুণ। মাছটির বাজারমূল্য খুব বেশি না। তবে মাছটি ছিল বিশেষ। কারণ, এর সাথে লাগানো ছিল বিশেষ একটা শনাক্তকরণ যন্ত্র। ভেটকি প্রজাতির এই মাছের নাম বারামুন্ডি।
সম্প্রতি অস্ট্রেলিয়ায় নর্দান টেরিটোরি রাজ্যে এ ঘটনা ঘটে। এক মাছেই কোটিপতি বনে যাওয়া তরুণের নাম কিগান পেইন (১৯)। কিগান স্থানীয় ক্যাথরিন এলাকার বাসিন্দা। ‘মিলিয়ন ডলার ফিশ’ প্রতিযোগিতার আওতায় নদীতে ছাড়া হয়েছিল মাছটি। বলা হয়েছিল, যিনি মাছটি ধরতে পারবেন, তিনি পাবেন ১০ লাখ অস্ট্রেলীয় ডলার, যা বাংলাদেশী টাকায় ৭ কোটি ৭০ লাখ ৪১ হাজার টাকা। ১ অস্ট্রেলীয় ডলারে ৭৭ টাকা।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটকদের প্রতি আকর্ষণ তৈরি করতে গত ৯ বছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন হয়ে আসছে রাজ্যটি। প্রতি বছর অক্টোবরে এ রকম শতাধিক মাছ নদীতে ছাড়া হয়। যার পুরস্কার মূল্য ১০ হাজার, ২০ হাজার ও ১ মিলিয়ন ডলার। প্রতি বছর প্রতিযোগিতাটি মার্চ মাস পর্যন্ত চললেও এ বছর প্রতিযোগিতার মেয়াদ বাড়িয়ে এপ্রিল পর্যন্ত করা হয়। প্রতিযোগিতার শেষ দিনই মিলিয়ন ডলারের মাছটি ধরা পড়ে এই তরুণের বড়শিতে। মাছটিকে ধরার পর ওই তরুণ ভেবেছিলেন এটা কোনো তেলাপিয়া মাছ। তবে তার বোন অ্যাডিসন মাছটির গায়ে থাকা শনাক্তকরণ ছোট যন্ত্রটি দেখে বুঝতে পারেন মাছটি মোটেও সাধারণ কোনো মাছ নয়। এরপর প্রতিযোগিতা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা তৎক্ষণাৎ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে কিগানকে ১০ লাখ অস্ট্রেলীয় ডলারের চেক দেন। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement
র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত তারেক রহমান কবে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’

সকল