১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সুইডেনে সঙ্গীতানুষ্ঠানে ইসরাইলির অংশগ্রহণের প্রতিবাদে বিক্ষোভ

অংশ নিয়েছেন জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ
-

সুইডেনের মালমো শহরে জড়ো হয়ে বিক্ষোভ করেছে হাজার হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী। শহরটিতে ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় ইসরাইলের অংশগ্রহণের বিরুদ্ধে এই বিক্ষোভ করেছে তারা। মালমো শহরে গত বৃহস্পতিবার রাতে গানের এ প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠান হয়। সেখানে অংশ নিচ্ছেন ইসরাইলের প্রতিযোগী এডেন গোলান। বুধবার গোলান তার একটি গানের রিহার্সেল করার সময় অনেকেই তাকে দুয়ো দিয়েছে। আবার ইসরাইলের সমর্থনে ছোটখাট একটি বিক্ষোভও হয়েছে। বিবিসি
ফিলিস্তিপন্থী বিক্ষোভে যারা অংশ নিয়েছে তার মধ্যে আছেন জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। তিনি বিবিসিকে বলেন, গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে কথা বলা এবং কিছু করার একটি ‘নৈতিক দায়বদ্ধতা’ আছে। বলেন থুনবার্গ “আমরা ইউরোভিশন প্রতিযোগিতার সময় হাজারে হাজারে মানুষ স্রোতের মতো মালমোর রাস্তায় নামলে এটাই বলা হবে যে আমরা এমনটি চলতে থাকা মেনে নেবো না। আর তখন এটি খুবই শক্তিশালী একটি সঙ্কেত হবে এবং এর কিছু প্রভাব পড়বে,”।
আরেকজন বিক্ষোভকারী বলেছেন, তিনি চান ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় ইসরাইলকে অযোগ্য ঘোষণা করা হোক। যেমনটি রাশিয়াকে করা হয়েছিল ইউক্রেইনে পুরোদস্তর রুশ আগ্রাসন শুরুর পর। তবে ইসরাইলি প্রতিযোগী গোলান বলেছেন, এই সঙ্গীত প্রতিযোগিতায় তার দেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। কোনো কিছুই তাকে এ প্রতিযোগিতা থেকে নিবৃত্ত করতে পারবে না। গোলান বলেন, ‘আমি গানের দিকেই মনোনিবেশ করেছি। অনেকেই আমাকে সমর্থন করছেন।’ ইসরাইলপন্থী বিক্ষোভকারীদের অনেককেই গোলানের গাওয়া গান গেয়ে তাকে সমর্থন করতে দেখা গেছে। এক বিক্ষোভকারী বলেন, তিনি ইউরোভিশন নিয়ে আগ্রহী নন। কিন্তু ইসরাইলের বিরুদ্ধে ঘৃণার ঝড় দেখে তিনি ইসরাইলকে সমর্থন করতে চেয়েছেন।


আরো সংবাদ



premium cement