১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাঈদা কারখানার লিংকিং সেকশন বন্ধ ঘোষণা

-

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত রাঈদা কালেকশন লিমিটেডের লিংকিং সেকশন বন্ধ করে দেয়া হয়েছে। এতে ৩০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। শ্রমিকদের ওপর উচ্ছৃঙ্খল ও দাঙ্গা-হাঙ্গামামূলক আচরণ এবং কারখানার জ্যাকার্ড ফ্লোরে ভাঙচুরের অভিযোগ এনে বৃহস্পতিবার ওই সেকশনটি বন্ধ করে দিয়ে মূলফটকে নোটিশ টাঙিয়ে দেয়া হয়।
জানা যায়, কাজের রেট বৃদ্ধি, মূল বেতনের শতকরা ৬০ শতাংশ বোনাস এবং ছুটির টাকা যথাসময়ে পাওয়ার দাবিতে বৃহস্পতিবার (৯ মে) সকালে কারখানার ভেতরে অবস্থান নেয় লাবিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রাঈদা কালেকশন লিমিটেডের বিভিন্ন সেকশনের শ্রমিকরা। এর আগে গত সোমবার (৬ মে) ওই কারখানার শ্রমিকরা একই দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের দাবির বিষয়ে আশ^াস দিলে তারা অবরোধ তুলে নেন। কিন্তু তাদের সেসব দাবি না মানায় বৃহস্পতিবার সকালে কাজ ছেড়ে দিয়ে ফের কারখানার ভেতরে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ দুই পক্ষের আলাপ-আলোচনার মাধ্যমে দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে কারখানা ছুটি ঘোষণা দেয়। পরে শ্রমিকরা বাসায় চলে গেলে বিভিন্ন অভিযোগ এনে ওই কারখানাটির চতুর্থতলা লিংকিং সেকশন বন্ধ করে দেয়া হয় এবং ওই কারখানার পরিচালক (প্রশাসন) মেজর (অব:) মো: নাঈমুর রহমান স্বাক্ষরিত একটি নোটিশ প্রধান ফটকে টাঙিয়ে দেয়া হয়।
কারখানা কর্তৃপক্ষের করা অভিযোগ অস্বীকার করে শ্রমিকরা জানায়, তারা ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করেছেন। কিন্তু তাদের দাবি বারবার মেনে নেয়ার আশ^াস দিলেও তা কার্যকর করা হয়নি। এমনকি শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা বুঝিয়ে না দিয়েই বিভিন্ন অভিযোগ এনে লিংকিং সেকশন বন্ধ করে দেয়া হয়েছে। যেখানে ৩০০ শ্রমিক কাজ করতেন।
এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলতে না পারায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ কামাল আকন্দ জানান, শ্রমিকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কারখানার লিংকিং সেকশন বন্ধ করে দেয়া হয়েছে। তবে শ্রমিকদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
ময়মনসিংহ শিল্প জোন-৫ এর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, রাঈদা কালেকশন লিমিটেডের লিংকিং সেকশনটি বন্ধ করে দিয়ে নোটিশ টাঙিয়ে দেয়া হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ গাজীপুরে নতুন ট্রেন ও অসমাপ্ত বিআরটি লেনে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা ছিনতাই রোধে রাজধানীতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ জামায়াতের একজন নেতাও মানবতাবিরোধী অপরাধ করেনি: ড. মাসুদ মালয়েশিয়ায় বেতন না পেয়ে কোম্পানির অফিস ঘেরাও-অবরোধ, যা বলল বাংলাদেশ দূতাবাস সংস্কার বা পরিবর্তন সবকিছু শুরু হয়েছিল বিএনপির হাত ধরেই : মির্জা ফখরুল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৭৩ রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে : তারেক রহমান

সকল