১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু

হাসপাতালে ভর্তি ৩১
-

আবারো ডেঙ্গুতে একজন মারা গেছে এবং আক্রান্তদের মধ্যে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। ডেঙ্গু আক্রান্ত মৃত ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল হাসপাতালে ভর্তি রোগীদের ১৩ জনই ঢাকা বিভাগের (সিটি করপোরেশন ছাড়া) এবং ৯ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালের রোগী। যে ৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছে এদের ১৬ জন নারী এবং ১৫ জন পুরুষ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুসারে গত ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত দেশে মোট দুই হাজার ৩৯১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং ২৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন নারী ও ১৪ জন পুরুষ। আক্রান্তদের মধ্যে ৯৪৪ জন নারী এবং পুরুষের সংখ্যা এক হাজার ৪৪৭ জন। গতকাল পর্যন্ত মে মাসের ৯ দিনে দেশে মোট ১৮৫ জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং একই সময়ে পাঁচজন মারা গেছে অর্থাৎ প্রতি দুই দিনের একজন মারা গেছে।


আরো সংবাদ



premium cement