১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
হেলথ টিপস

লিভার ভালো রাখুন, সুস্থ থাকুন

-


লিভার বা যকৃৎ আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এবং এটি ভালো থাকা সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যা খাই সব পরিপাক হওয়ার পর রক্তের মাধ্যমে বিপাকের জন্য লিভারে যায়। যকৃৎ খাবারকে প্রক্রিয়াজাত করে এবং সেগুলোকে পুষ্টিতে পরিণত করে। বাড়তি পুষ্টি উপাদানগুলো গ্লুকোজ আকারে সঞ্চিত করে রাখাও লিভারের অন্যতম কাজ।
কলম্বিয়া ইউনিভার্সিটি অব সার্জারি বিভাগ বলছে, লিভার শরীরের রক্ত সরবরাহ থেকে বিষাক্ত পদার্থ অপসারণ করে, রক্তে শর্করার মাত্রা বজায় রাখে এবং রক্ত জমাট বাঁধা নিয়ন্ত্রণ করে। আমেরিকান লিভার ফাউন্ডেশনের মতে, যকৃৎ অবিশ্বাস্যভাবে কঠোর পরিশ্রমী অঙ্গ, যা ৫০০টিরও বেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে। লিভারের চেয়ে শুধু মস্তিষ্কের কাজ বেশি।
তাই গুরুত্বপূর্ণ এ অঙ্গটির ব্যাপারে আমাদের সচেতন থাকা খুবই জরুরি। আমরা অনেক সময় এমন কিছু খাবারে অভ্যস্ত হয়ে যাই, যা যকৃতের জন্য ক্ষতিকর। যেমন অতিরিক্ত শর্করা, ভাজা খাবার, অ্যালকোহল, প্রক্রিয়াজাত গোশত ইত্যাদি। এগুলো অতিরিক্ত পরিমাণে খেলে ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ে।

গ্লুকোজও ফ্যাটি লিভারের কারণ হতে পারে। উচ্চ প্রক্রিয়াজাত খাবার, বিশেষ করে মিষ্টিজাতীয় পানীয়তে পাওয়া যায় ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ মূলত লিভারে প্রক্রিয়াজাত করা হয় এবং এটি দ্রুত চর্বি জমিয়ে দেয় লিভারে। অন্ত্র লিভারকে ফ্রুক্টোজ থেকে রক্ষা করার চেষ্টা করে কিন্তু অতিরিক্ত পরিমাণে খেলে শেষমেশ ব্যর্থ হয়। এতে অন্ত্রের ব্যাকটেরিয়ায় ভারসাম্যহীনতা তৈরি হয়।
ফলেও ফ্রুক্টোজ আছে, তবে এগুলো খাওয়া তুলনামূলক ঝুঁকিহীন। কারণ উচ্চ আঁশযুক্ত হয় ফল। কিন্তু ফলও অতিরিক্ত খাওয়া ঠিক নয়। বিশেষ করে লিচু, তরমুজ, আম ইত্যাদির মতো মিষ্টি ফল পরিমিত পরিমাণে খাওয়া জরুরি।

ফ্যাটি লিভার প্রতিরোধে যেসব খাবার এড়িয়ে চলা জরুরি-
প্রচুর পরিমাণে অ্যালকোহল পান করলে লিভারে চর্বি জমতে পারে।
মিছরি, কুকিজ, সোডা ও ফলের রসের মতো চিনিযুক্ত খাবার খাবেন না।
ভাজা খাবার চর্বি ও ক্যালরির পরিমাণ বাড়াতে পারে, যা ফ্যাটি লিভার রোগের ঝুঁকি বাড়ায়।
লবণযুক্ত খাবার পরিমিত খাওয়া উচিত। উচ্চ সোডিয়াম গ্রহণ লিভারের রোগের কারণ হতে পারে।
প্রক্রিয়াজাত সাদা ময়দা যেমন রুটি ও পাস্তা থেকে তৈরি আইটেম না খাওয়াই ভালো।
প্রক্রিয়াজাত গোশতে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। তাই এগুলো এড়িয়ে চলুন। ইন্টারনেট।

 

 


আরো সংবাদ



premium cement