স্কুলে দেরিতে আসায় শিক্ষিকাকে মারধর
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৯ মে ২০২৪, ০০:৪৪
ভারতের আগ্রার সেগানা গ্রামের একটি প্রাক-মাধ্যমিক বিদ্যালয়ে দেরি করে আসায় শিক্ষিকাকে মারধর করেছেন অধ্যক্ষ। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষিকা গুঞ্জন চৌধুরী স্কুলে দেরিতে আসায় তাকে মারধর করেন প্রতিষ্ঠানের নারী অধ্যক্ষ। এ সময় ভুক্তভোগীর জামাকাপড় ছিঁড়ে ফেলার চেষ্টার অভিযোগও আনা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, ভুক্তভোগী নিজেকে ছাড়াতে চেষ্টা করছেন। এ সময় তার জামা অধ্যক্ষের হাতে আটকে থাকতে দেখা গেছে। তার ড্রাইভার প্রথমে তাদের ছাড়ানোর চেষ্টা করে। তখন ড্রাইভারের সাথে খারাপ ব্যবহার করেন অধ্যক্ষ। ভিডিওতে কাউকে বলতে শোনা গেছে, ‘ঘটনার ভিডিও রেকর্ড করা হবে। ম্যাডাম আপনি অভদ্র আচরণ করছেন। এটা কি আপনার সাথে মানায়?
এ ঘটনায় শিক্ষিকা আহত হন বলে ভিডিওতে দাবি করেছেন তার সহকর্মী। ঝগড়ার সময় উভয়ই অশ্লীল ভাষা ব্যবহার করেছেন যা কোনোভাবেই তাদের পেশার সাথে মানানসই নয়। ইন্টারনেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা