১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পিৎজা বক্সে পাঠালেন সিভি

-

অদ্ভুট সব কাণ্ডে ঠাসা আমাদের চারপাশ। মানুষের কিছু উদ্ভাবনী ঘটনা তার মাঝেই চমকে দেয়। এবার সিভি দেয়ার এক বিশেষ কৌশল শেখালেন এক মার্কিন ব্যক্তি। যুক্তরাষ্ট্রভিত্তিক মার্কিন কোম্পানি ‘এন্টিমেটাল’-এর সিইও ম্যাথিউ পার্কহার্স্ট শোনালেন তেমন এক মজার ঘটনার কথা। তিনি জানিয়েছেন, পিৎজা বক্সে ডেভিড নামের এক ইন্টার্নশিপ প্রত্যাশীর সিভি পেয়েছিলেন তিনি। পিৎজা বক্সের ওপর প্রান্তে সিভিটি জুড়ে দেয়া হয়েছিল।
পিৎজা বক্সে আবেদনকারী একই সাথে নিজের হাতের লেখা একটি নোট শেয়ার করেছেন। যেখানে তিনি কোম্পানিটির ইঞ্জিনিয়ারিং বিভাগে ইন্টার্ন পদে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ঘটনাটি ম্যাথিউ মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ শেয়ার করেছেন। সেই থেকেই সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা জানতে চাচ্ছেন যে, এমতাবস্থায় ডেভিড ওই কোম্পানিতে ইন্টার্নশিপ অফার পাবেন কি না। এ ক্ষেত্রে ম্যাথিউ জানান, তিনি আইডিয়াটি পছন্দ করেছেন। সে ক্ষেত্রে ডেভিড অবশ্যই ইন্টারভিউ প্রদানের শতভাগ সুযোগ পাবেন। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement