১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টেকনাফে চেয়ারম্যান প্রার্থীকে লক্ষ্য করে সাবেক এমপি বদির গুলিবর্ষণ!

-

কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নুরুল আলমের একটি সমাবেশকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় টেকনাফে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন নুরুল আলম। বৃহস্পতিবার রাত ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালীয়াপাড়া এলাকায় সাবেক এমপি বদি এ গুলি করেন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি। এ ব্যাপারে টেকনাফ থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ২ মে মনোনয়নপত্র দাখিল করেছেন। পরে রাতে হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত একটি আলোচনা সভায় অংশ নিয়ে টেকনাফ সদরে ফিরছিলেন। পথে মহেশখালীয়া পাড়া এলাকার ৭০-৮০ জন গ্রামবাসীর সাথে কথা বলার সময় হঠাৎ সাবেক এমপি বদি ও অপর উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাফর আলমসহ ২০-৩০ জন সেখানে এসে সমাগম লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করেন। এরপর বদি ও তার লোকজন চলে যায়। সাবেক এমপি বদি এ সময় তার স্ত্রী শাহীন আক্তারের এমপির স্টিকার লাগানো পাজেরো জিপে করে ঘটনাস্থলে এসেছিলেন।
চেয়ারম্যান নুরুল আলমের দাবি, আবদুর রহমান বদি নিজেই তার পিস্তল দিয়ে গুলি করেছেন। এ বিষয়ে জানতে সাবেক এমপি আবদুর রহমান বদির মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেনি। টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানিয়েছেন, এ বিষয়ে নুরুল আলম থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গত সংসদ নির্বাচনে বদির স্ত্রী নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল আলমের বড়ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর।

 


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল