লালপুরে আ’লীগ নেতা হত্যার ঘটনায় গ্রেফতার ৪
- লালপুর (নাটোর) সংবাদদাতা
- ০৩ মে ২০২৪, ০১:২৬, আপডেট: ০৩ মে ২০২৪, ১৭:৩৮
নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা মঞ্জুকে গুলি করে হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। লালপুর থানার ওসি নাছিম আহমেদ জানান, ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিজিবি সদস্য লিটন, তমাল, রবিউল ও সুমনকে গ্রেফতার করে। এদিকে বুধবার দুপুরে নিহত মঞ্জুর বড় ভাই মাসুদ রানা বাদি হয়ে গ্রেফতারকৃত চারজনসহ মোট ১৬ জনের বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় পূর্ব বিরোধের জের ধরে আসামিরা পরিকল্পিতভাবে মঞ্জুকে গুলি করে হত্যা করে বলে অভিযোগ করা হয়। এদিকে বিকেলে গ্রেফতারকৃত চারজনকে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন আলীর আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার রাতে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি মনজুর রহমান মঞ্জুকে আজিমনগর রেলস্টেশন এলাকায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা