‘যুদ্ধবিরোধী’ কুমির!
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৬ এপ্রিল ২০২৪, ০১:৩২
মার্কিন বিমানবাহিনীর বিমান আটকে দিলো কুমির! গত ২২ এপ্রিল ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার এয়ার বেসে।
মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, সোমবার এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হয় ফ্লোরিডার ম্যাকডিল বিমানবাহিনীর ঘাঁটি। জ্বালানি নেয়ার জন্য অবস্থান করা একটি কঈ-১৩৫ বিমানের সামনে হাজির হয় একটি দানবাকৃতি কুমির। রানওয়েতে প্লেনের চাকাকে আরামকেদারা বানিয়ে ফেলে সরীসৃপটি। ফলে যাত্রা আটকে যায় জ্বালানিবাহী বিমানটির।
এর পর কুমিরটিকে সেখান থেকে সরানোর জন্য খবর দেয়া হয় ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনকে। দড়ি বেঁধে কোনোমতে বিমানটির চাকার নিচ থেকে বের করে আনা হয় সরীসৃপটিকে। বেশ কিছুক্ষণ ‘যুদ্ধ’ করার পর বাগে আসে কুমিরটি। ম্যাকডিল বিমান ঘাঁটি থেকে উদ্ধারের পর সেটিকে নিরাপদে পাশের হিলসবরো নদীতে ছেড়ে দেয়া হয়। মাঝখানে বিরল এই দৃশ্য ক্যামেরাবন্দী করেন এয়ার বেজের দু’জন অফিসার। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয় ‘যুদ্ধবিরোধী’ কুমিরের কীর্তি।
গোটা ঘটনা এক্স হ্যান্ডেলে তুলে ধরে ম্যাকডিল এয়ার ফোর্সের পক্ষ থেকে জানানো হয়, ‘আমাদের নতুন এয়ারম্যানকে নিরাপদ স্থানে ছেড়ে দেয়া হয়েছে। ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনকে অসংখ্য ধন্যবাদ।’ ইন্টারনেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা