১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সুষ্ঠু ভোট ও ভোটাধিকার এখন কবরে : রিজভী

-

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন, সুষ্ঠু ভোট ও ভোটাধিকার এখন কবরে শায়িত। প্রকৃত বিরোধী দল না থাকায় ডামি নির্বাচনে জাতীয় সংসদকে বিনোদনের ঘরে পরিণত করা হয়েছে।
গতকাল (মঙ্গলবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার ‘২০২৩ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা নিয়ে দেশবাসী এত দিন যা মনে করেছে, যুক্তরাষ্ট্রের প্রতিবেদনেও সেটি উঠে এসেছে। খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই যে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দী করা হয়েছে, তা আজ দেশ-বিদেশে সর্বজনবিদিত।
তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় এ দেশে আইনের প্রয়োগ হয়। তার সব অপকর্মের দায় নিয়েছে পাশের দেশ। বর্তমান ডামি সরকারের অভিন্ন হৃদয়ের বন্ধু হচ্ছে প্রতিবেশী দেশ ভারত। মনে হচ্ছে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চাবিটা শেখ হাসিনা তাদের দিয়ে দিয়েছেন। তাই প্রায় প্রতিদিনই বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যার পরও সরকারকে নিশ্চুপ থাকতে হয়। বিএসএফের নরহত্যার দায় দখলদার আওয়ামী সরকারের ওপরেও বর্তায়। তাদের নতজানু নীতির কারণে বিএসএফ আশকারা পাচ্ছে।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, জয়নুল আবেদীন ফারুক, আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ দিকে রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, ‘ফিরে দেখা: ২১ এপ্রিল ১৯৭৭, যেভাবে পদত্যাগে বাধ্য হয়েছিলেন রাষ্ট্রপতি সায়েম’ শিরোনামে ২১ এপ্রিল একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত ও একপেশে। প্রতিবেদনে বিকৃত তথ্য উপস্থাপন করে ইনিয়ে বিনিয়ে জিয়াউর রহমানকে খাটো করার অপচেষ্টা চালানো হয়েছে।

এর আগে, ২০২২ সালের ২৫ মে ‘বাংলাদেশের সাবেক প্রেসিডেন্টে আবু সাদাত মোহাম্মদ সায়েমকে তারই উত্তরসূরি আরেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেছিলেন’ এ রকম একটি তথ্য বিকৃত করে উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হয়। আর বানোয়াট এ তথ্য নিয়ে সেই সময় খবর প্রকাশ করে সরকারি সংবাদ সংস্থা বাসসসহ বিভিন্ন সরকারপন্থী মিডিয়া।
তিনি বলেন, বানোয়াট এসব তথ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুকে পোস্ট দেয়া হয়। পরে আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যম এএফপি বিষয়টির ফ্যাক্টচেক করে একটি অনুসন্ধানী প্রতিবেদনে তথ্য প্রমাণসহ উঠে আসে যে, জিয়াকে নিয়ে প্রচারণা আর খবর প্রকাশের বিষয়টি ছিল উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার আর ইতিহাস বিকৃতি করার অপচেষ্টা।
নয়াপল্টনে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল : দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে একটি মিছিল গতকাল দুপুরে অনুষ্ঠিত হয়। মিছিলটি নাইটিংগেল মোড় থেকে বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়। এতে স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নজরুল ইসলাম, যুবদলের নেতা মেহেবুব মাসুম শান্ত, ছাত্রদলের আউয়ালসহ নেতাকর্মীরা অংশ নেন।

চিকিৎসার জন্য থাইল্যান্ডে আব্দুল আউয়াল মিন্টু
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু গতকাল মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজ থাইল্যান্ডের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। তাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হবে। পারিবারিক সূত্র জানায়, মিন্টুর সাথে তার স্ত্রী নাসরিন আউয়াল ও ছোট ছেলে তাজওয়ার আউয়াল রয়েছেন।
মিন্টুর বড় ছেলে বিএনপির নেতা তাবিথ আউয়াল জানান, হাসপাতালে ল্যাবরেটরি রিপোর্ট অনুযায়ী, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এ ধরনের ক্ষেত্রে খুব কম সময়ের মধ্যে আবার আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি থাকে। সে জন্য তাকে বামরুনগ্রাদে নেয়া হয়েছে।

 


আরো সংবাদ



premium cement