০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


টানা ৫৮ ঘণ্টা দাবার রেকর্ড

-

নিউইয়র্কের আইকনিক টাইমস স্কয়ারের ঝলমলে আলোর নিচে দীর্ঘতম দাবা ম্যারাথনের রেকর্ড ভেঙেছেন নাইজেরিয়ার দাবা মাস্টার টুন্ডে ওনাকোয়া। টানা ৫৮ ঘণ্টা খেলার পরও তিনি দাবা বোর্ডেই বসেছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ওনাকোয়া লাখ লাখ শিশুর দাবা শিক্ষাকে সহায়তা করার লক্ষ্যে দাতব্য সংস্থার জন্য ১০ লাখ ডলার সংগ্রহ করার আশা করছেন।
নাইজেরিয়ার আফ্রোবিটস তারকা ডেভিডোসহ নিউইয়র্ক শহরে বসবাসকারী নাইজেরীয় শত শত সমর্থক ওনাকোয়ার কাছে এসে উল্লাস করেছেন। তারা গান বাজিয়ে, নেচে এবং নাইজেরিয়ার জনপ্রিয় ও প্রধান খাবার জোলোফ রাইসসহ দেশটির ঐতিহ্যবাহী সব খাবার সরবরাহ করে তাকে উৎসাহ দিয়ে গেছেন। অন্যদিকে, ভিডিও স্ট্রিমিং পরিষেবা টুইচ নাইজেরিয়ায় সরাসরি সম্প্রচার করেছে ওনাকোয়ার রেকর্ড জয়।
নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট কাশিম শেট্টিমা এক্সে দেয়া পোস্টে লিখেছেন, ‘ওনাকোয়া হলেন শ্রেষ্ঠত্ব এবং সহনশীলতার প্রতীক-যা নাইজেরীয়দের দেশে এবং বিদেশে অন্যদের চেয়ে আলাদা করে। ’
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্বীকৃত আগের বিশ্ব রেকর্ডটি ছিল ৫৬ ঘণ্টা, ৯ মিনিট এবং ৩৭ সেকেন্ডের। ২০১৮ সালে নরওয়েজীয় জুটি হলভার্ড হাগ ফ্লেটবো এবং সুয়োর ফার্কিংস্টাড এই রেকর্ডটি করেছিলেন।


আরো সংবাদ



premium cement