১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
পুলিশের কর্মকাণ্ড আদালত অবমাননার শামিল : জামায়াত

রাজশাহীতে আদালত চত্বর থেকে ১০ জামায়াত নেতা গ্রেফতার

-

জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলসহ ১০ জনকে আদালত চত্বর থেকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গতকাল এক বিবৃতিতে বলেন, সোমবার রাজশাহী জেলা জজ আদালতে রাজশাহী মহানগরী জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সাবেক মহানগর শিবির সভাপতিসহ ২০-২৫ জন নেতাকর্মী রাজশাহীর আদালতে হাজিরা দিতে যান। তারা পূর্ব থেকেই উচ্চ আদালত থেকে জামিনপ্রাপ্ত ছিলেন। তারা সোমবার আদালত চত্বরে উপস্থিত হওয়ার পরপরই রাজশাহীর পুলিশ ও ডিবি তাদেরকে ঘেরাও করে। আদালত চত্বরে পুলিশের এই ভূমিকা অত্যন্ত ন্যক্কারজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, অনেকেই সেখান থেকে গ্রেফতার এড়াতে সক্ষম হন। রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল পুলিশের বেষ্টনী ভেদ করে আদালতের ভেতরে প্রবেশ করতে সক্ষম হন। পুলিশের হয়রানি থেকে রেহাই পাওয়ার জন্য আদালতে নিরাপত্তার আশ্রয় চাইলে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেয়া হয়। পুলিশ আদালত অঙ্গন থেকে আরো ৯ জনকে গ্রেফতার করে। সাংবাদিকরা পুলিশের এই ভূমিকার প্রতিবাদ করলে পুলিশ সাংবাদিকদের ওপর চড়াও হয় এবং অনেকের ক্যামেরা কেড়ে নেয়। তিনি বলেন, আদালত প্রাঙ্গণে পুলিশের এই ন্যক্কারজনক ভূমিকা বেআইনি ও আইনগত এখতিয়ারবহির্ভূত। আসামিরা আদালত প্রাঙ্গণে উপস্থিত হলে তাদেরকে গ্রেফতার করার কোনো সুযোগ নেই। পুলিশ তাদেরকে গ্রেফতার করে সম্পূর্ণ অন্যায় করেছে। পুলিশের এই ভূমিকা আদালত অবমাননার শামিল। অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

চট্টগ্রাম মহানগরী : কুরআনের সবগুলো বিধানই সমাজে কায়েম করা ফরজ। কোনো একটি বিধান অস্বীকার করলে কাফির বলে গণ্য হবেন। অথচ আমাদের দেশে কুরআনের বিধান চালু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী আমির, সাবেক এমপি শাহজাহান চৌধুরী। গতকাল জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় দাওয়াতি পক্ষ উপলক্ষে গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য এ এইচ এম কামাল, চান্দগাঁও থানা সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দিন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কসবায় পানি ও শরবত বিতরণ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তীব্র তাপদাহের কারণে পথচারীদের মাঝে পানির বোতল ও শরবত বিতরণ করেছে কসবা উপজেলা জামায়াতে ইসলামী। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মোবারক হোসেন আকন্দ, প্রচার সেক্রেটারি কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা আমির ফরিদ আহমেদ, উপজেলা সেক্রেটারি শিবলী নোমানী, সাবেক শিবির নেতা গোলাম সারওয়ারসহ নেতাকর্মীরা। এ সময় কসবা কদমতলী মোড়ে কয়েকশ’ গাড়িতে হাজারো পথচারীর মাঝে পানির বোতল ও শরবত বিতরণ করা হয়।

রাজশাহী ব্যুরো জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলসহ আটজন নেতাকর্মীকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী মহানগর জামায়াত।
সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলসহ ৮ জন নেতাকর্মীকে আদালত চত্বর থেকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলী, মহানগরীর নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ সিদ্দিক হোসেন এবং নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম এই প্রতিবাদ জানান। একই সাথে গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন তারা।


আরো সংবাদ



premium cement
চৌগাছায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত শিবচরে শহীদ আব্দুল কাদের মোল্লার ১১তম শাহাদাত বার্ষিকী পালন প্রাথমিকের শিক্ষকদের পদোন্নতির বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে টিভি বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই কুয়াকাটায় সাবেক মেয়রের দুর্নীতির বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে যুবলীগের ২ নেতা গ্রেফতার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ নাতনিকে অপহরণে বাধা দেয়ায় নানিকে হত্যার অভিযোগ, আহত ২ ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন সাবেক ৫ এমপির স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সকল