১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ফরিদপুরে দুই ভাইকে পিটিয়ে হত্যার নিন্দা

ওবায়দুল কাদেরের বক্তব্য রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় : জামায়াত

-

গত ২০ এপ্রিল আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ‘জামায়াত নিবন্ধিত দল নয়, তাই প্রকাশ্যে রাজনীতিতে আসার সুযোগ নেই’ মর্মে বেআইনি, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বক্তব্য প্রদান করেছেন অভিযোগ করে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গতকাল এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে ওবায়দুল কাদেরের বক্তব্য বেআইনি, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। আমি তার এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল। প্রহসনের নির্বাচন ছাড়া অতীতে প্রত্যেকটি জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করেছে এবং জাতীয় সংসদে জামায়াতের প্রতিনিধিত্ব ছিল। অতীতে উপজেলা নির্বাচনেও জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক প্রতিনিধি নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছেন। একটি নির্বাচনমুখী দল হিসেবে জামায়াত নির্বাচনের মাধ্যমে জনগণের নেতৃত্ব পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামীর অব্যাহত জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকারের মদদে জামায়াতের নিবন্ধন বাতিলের জন্য পরিকল্পিতভাবে মামলা করা হয়। মামলাটি শুনানি ছাড়া সর্বোচ্চ আদালতে ‘ডিসমিস ফর ডিফল্ট’ করা হয়।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি করা ও মানবতার কল্যাণে ভূমিকা রাখার ব্যাপারে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই। সেতুমন্ত্রীর এই বক্তব্য সম্পূর্ণ বেআইনি, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক।
জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরিক ও সাংবিধানিক অধিকার বলে এ দেশে প্রকাশ্যে রাজনীতি করে আসছে। এতে বাধা দেয়ার এখতিয়ার কারো নেই। সরকার বিগত ১৫ বছর ধরে বাংলাদেশে বিরোধী মতের কাউকে রাজনীতি করতে দিচ্ছে না। এমনকি কথা বলার অধিকারও হরণ করা হয়েছে। ওবায়দুল কাদের জামায়াতকে টার্গেট করে যে বক্তব্য দিয়েছেন, তা জনগণ প্রত্যাখ্যান করেছে। জামায়াতের রাজনীতি জনগণের কল্যাণে এবং জনগণ জামায়াতের সাথে রয়েছে। এজন্য কোনো মন্ত্রীর জামায়াতের রাজনীতি নিয়ে বক্তব্য জনগণের মধ্যে কোনো প্রভাব ফেলবে না। বরং কোনো রাজনৈতিক দলকে রাজনীতি করতে না দেয়ার মানসিকতা তাদের গণবিচ্ছিন্ন করবে। ওবায়দুল কাদেরের এ বক্তব্য তাদের রাজনীতির দেউলিয়াত্বের পরিচয় মাত্র। জামায়াত সম্পর্কে এ ধরনের বেআইনি, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি আহ্বান জানান।
ফরিদপুরে দুই ভাইকে পিটিয়ে হত্যার নিন্দা : ফরিদপুরে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই সহোদর মুসলিম ভাইকে পিটিয়ে হত্যা ও অনেককে আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের একটি মন্দিরে গত ১৮ এপ্রিল সন্ধ্যায় আগুন লাগার ঘটনার কোনো তদন্ত এবং প্রমাণ ছাড়াই দুই সহোদর মুসলিম ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দেশে আইন-আদালত বিদ্যমান থাকাবস্থায় আইন হাতে তুলে নিয়ে পিটিয়ে মানুষ হত্যার এই ঘটনায় গোটা সভ্য সমাজ মর্মাহত, শঙ্কিত ও উদ্বিগ্ন! এ বর্বরতম ঘটনা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে।
তিনি আরো বলেন, অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে কোনো ষড়যন্ত্রকারী যেন ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। আমরা নিহতদের রূহের মাগফিরাত, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
তীব্র তাবদাহ : রাজধানীতে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ জামায়াতের
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন দক্ষিণ থানার উদ্যোগে গতকাল চলমান তাবদাহে পিপাসার্ত পথিকদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে এ সুপেয় পানির বোতল ও স্যালাইন বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও পল্টন দক্ষিণ থানা আমির শাহীন আহমদ খান, থানা কর্মপরিষদ সদস্য আ ফ ম ইউসুফ, মো: জিয়া উদ্দিন, আল আমিন রাসেল, শরীয়ত উল্লাহ, মোস্তফা কামাল, মাওলানা রুহুল আমিন, মুহাম্মদ আলী টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পানি বিতরণের সময় অ্যাডভোকেট ড. হেলাল উদিন বলেন, আমরা ঢাকাবাসীসহ সমগ্র দেশবাসী আজ প্রচণ্ড তাপদাহের মধ্যে অবস্থান করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিজগতের একক নিয়ন্ত্রক। তিনি যখন ইচ্ছা গরম ও ঠাণ্ডা আবহাওয়া দেয়ার সমতা রাখেন। সকল পরিবেশ পরিস্থিতিই আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়। কখনো কখনো মানুষের কৃতকর্মের ফলেও গজব হিসেবে এ ধরনের আবহাওয়া তৈরি হয়ে থাকে, হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এজন্য আমাদের আল্লাহর দেয়া বিধান পালনে সচেষ্ট হতে হবে। এই প্রচণ্ড গরমে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। হাসপাতালগুলোতে অসুস্থ রোগীদের ভিড় ব্যাপক আকার ধারণ করেছে। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন বৃষ্টির মাধ্যমে সমগ্র দেশবাসীর ওপরে রহমত নাজিল করেন।
তিনি বলেন, গরম পরিস্থিতিতে আমাদের আশপাশে অবস্থান করা শ্রমজীবী মেহনতি মানুষকে ভুলে গেলে চলবে না। তাদের সেবা শুশ্রƒষাসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করতে হবে। সুপেয় খাবার পানি, স্যালাইন, প্রাথমিক ওষুধসহ যাবতীয় উপকরণ এসব মানুষের হাতে তুলে দিতে হবে। প্রচণ্ড তাবদাহে আমরা জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর পল্টন এলাকায় মেহনতি সব মানুষের হাতে পানি তুলে দিচ্ছি। পাশাপাশি প্রচণ্ড গরমে জনগণের জন্য পথের বিভিন্ন স্থানে সুপেয় পানির ব্যবস্থাসহ প্রয়োজনীয় সেবা দান ও সহযোগিতা নিয়ে মানবতার পাশে থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।


আরো সংবাদ



premium cement