১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
মধ্যরাতে ৬৪ যাত্রী নিয়ে যাত্রা করে ড্রিমলাইনার

ইতালির রোমগামী ৪টি শিডিউল ফ্লাইট বাতিল

-

প্রায় দুই সপ্তাহ আগে ইতালির রোমে সরাসরি চালু হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট শুরু হতে না হতেই যাত্রীসঙ্কটের মধ্যে পড়েছে। এর ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ গতকাল সোমবার থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ঢাকা-রোম-ঢাকা রুটের শিডিউল ফ্লাইটে কাটছাঁট করে চারটি ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে আজ মঙ্গলবার ভোরে (রাত সাড়ে ৩টা) মাত্র ৬৪ জন যাত্রী নিয়ে ইতালির রোমের উদ্দেশে বিমানের অত্যাধুনিক ড্রিমলাইনার উড়োজাহাজ (বোয়িং-৭৮৭-৮০০) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। ফ্লাইটটি রোম থেকে যাত্রী নিয়ে আগামীকাল (বুধবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় যাত্রী নিয়ে ঢাকায় ফিরে আসার শিডিউল রয়েছে। আজ মঙ্গলবারের রোমগামী ফ্লাইটে বিজনেস ক্লাসে তিনজন এবং ইকোনমি ক্লাসের ৬১ জনসহ মোট ৬৪ জন যাত্রী রয়েছেন। তবে ফিরতি ফ্লাইটে আড়াই শ’ যাত্রী রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-রোম-ঢাকা রুটে প্রতি সপ্তাহে তিনটি করে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। তবে এই সময়ে যাত্রীচাহিদা ঢাকা থেকে কম থাকায় এক মাসে মোট ১২টি ফ্লাইট থেকে চারটি ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। অর্থাৎ প্রতি সপ্তাহে তিনটির পরিবর্তে দু’টি করে ফ্লাইট পরিচালিত হবে। বাতিল হওয়া চারটি ফ্লাইট হচ্ছে আগামী ১০ এপ্রিল, ১৫ এপ্রিল, ২২ এপ্রিল ও ২২ এপ্রিল। এই চারটি ফ্লাইট চলাচল করবে না বলে ইতোমধ্যে সংশ্লিষ্টদের কাছে বার্তা পৌঁছে দেয়া হয়েছে।
গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা সংশ্লিষ্টদের সাথে ঢাকা রোম রুটে প্রতি ঘণ্টায় কী পরিমাণ ডলার খরচ হচ্ছে জানতে চাইলে তারা প্রাথমিক ধারণা দিয়ে বলেন, প্রতি ঘণ্টায় আনুষঙ্গিক খরচসহ মোট সাড়ে ১২ হাজার ডলার খরচ হচ্ছে। তবে এখন যাত্রীসঙ্কট থাকলেও এই রুটটি লাভজনক হবে বলে এভিয়েশন বিশেষজ্ঞরা আশা করছেন।
গতকাল সোমবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তাহেরা খন্দকারের সাথে ঢাকা-রোম-ঢাকা রুটের তৈরি করা চারটি শিডিউল ফ্লাইট বাতিল হওয়ার কারণ জানতে যোগাযোগ করা হয়। কিন্তু তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২৬ মার্চ ইতালির রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট চলাচল শুরু হয়।
এর আগে ওই দিন রাতেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে নতুন রুটটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মফিদুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো: মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীন, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: শফিউল আজিম। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছিল, ঢাকা থেকে মধ্যরাত সাড়ে ৩টায় রোমের উদ্দেশে বিমানের প্রথম ফ্লাইট বিজি-৩৫৫ যাত্রা করে রোমে পৌঁছাবে ২৭ মার্চ স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায়। ফিরতি ফ্লাইট বিজি-৩৫৬ রোম থেকে ২৭ মার্চ সকাল সোয়া ১০টায় যাত্রা করে ঢাকায় পৌঁছায় পরের দিন স্থানীয় সময় রাত সোয়া ১২টায়। উদ্বোধনী ফ্লাইটে বিজনেস ক্লাসে ২৩ জন এবং ইকোনমি ক্লাসে ১৭৭ জন যাত্রী যাত্রা করেন। প্রথম ফিরতি ফ্লাইটে বিজনেস ক্লাসে সাতজন এবং ইকোনমি ক্লাসে ২৪৭ জন (ফুল বুকড) যাত্রা করে বলে জানানো হয়েছিল।


আরো সংবাদ



premium cement