গাজায় যুদ্ধবিরতি হলে ইসরাইলে হামলা চালাবে না ইরান
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৯ এপ্রিল ২০২৪, ০০:০৫
ইসরাইলে হামলা চালাবে না ইরান। তবে সেটি নিশ্চিত করতে হলে যুক্তরাষ্ট্রকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হবে। ইরানি সংবাদমাধ্যম জাদেহ ইরানের বরাত দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসের কনস্যুলার ভবনে ইসরাইলি বিমান হামলায় ইরানের পাঁচ সামরিক উপদেষ্টাসহ দুই জেনারেল নিহত হন। এই দুই জেনারেলই ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার ছিলেন। এই হত্যাকা-ের পরপরই ইসরাইলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে ইরান।
জেরুসালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, তেহরান সিরিয়ার ঘটনাকে কেন্দ্র করে ইসরাইলের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াবে না। তবে এটি নিশ্চিত করতে হলে ওয়াশিংটনকে অবশ্যই গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হবে। রোববার জাদেহ ইরান নাম প্রকাশ না করার শর্তে আরব বিশ্বের কূটনীতিকদের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে। ওই সূত্র আরও দুই দিন আগে বলেছিলেন, ‘আমেরিকা পরিস্থিতি নিয়ন্ত্রণে (যুদ্ধবিরতি বাস্তবায়নে) সফল হলে, তা (মার্কিন প্রেসিডেন্ট) জো বাইডেন প্রশাসনের জন্য দারুণ সাফল্যের একটি বিষয় হবে এবং আমরা এই বিষয়টি নিয়ে এগিয়ে যেতে পারব।’ এই বিষয়টি এমন এক সময়ে সামনে এল, যখন মিসরের রাজধানী কায়রোতে হামাস ও ইসরাইলের মধ্যে বন্দী বিনিময় চুক্তি আবারও শুরু হয়েছে। একই সময়ে, ইরানও ইসরাইলের বিরুদ্ধে সম্ভাব্য প্রতিক্রিয়ার বিষয়ে তোড়জোড় শুরু করেছে এবং তেল আবিব ইরানি হামলা ঠেকানোর বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।
যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি নেই: হামাস
মিসরের রাজধানী কায়রোতে গাজা যুদ্ধবিরতি আলোচনার কোনও অগ্রগতি হয়নি বলে দাবি করেছেন হামাসের এক কর্মকর্তা। সোমবার এক বিবৃতি এ কথা জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা। নতুন দফার আলোচনায় হামাস ছাড়াও ইসরাইল, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। রয়টার্স এ খবর জানিয়েছে।
এর আগে সোমবার মিসরের রাষ্ট্রীয় নিউজ টিভি চ্যানেল আল-কাহেরা জানিয়েছিল যে আলোচনায় অগ্রগতি হয়েছে। মিসরীয় উর্ধ্বতন সূত্রের বরাত দিয়ে চ্যানেলটি জানায়, অংশগ্রহণকারী প্রতিনিধিদের মধ্যে আলোচনাধীন বিষয়গুলো নিয়ে আলোচনার পরে একটি চুক্তি হতে পারে। এরপরই হামাস কর্মকর্তা বলেন, সেনা প্রত্যাহার ও বন্দি বনিময়ের অবস্থানে কোনও পরিবর্তন হয়নি। তাই কায়রোতে নতুন করে আলোচনার কিছু নেই। শনিবার সিআইএ পরিচালক উইলিয়াম বার্নসের আগমনের পর ইসরাইল এবং হামাস রোববার মিসরে প্রতিনিধিদল পাঠায়। গাজায় আটকদের মুক্ত করতে এবং সেখানে মানবিক সঙ্কট কমাতে পারে কার্যকর একটি চুক্তিতে পৌঁছতে চাপ দেয় যুক্তরাষ্ট্র। গাজা উপত্যকায় অক্টোবর থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরাইল ও হামাস। তাদের প্রধান দাবি নিয়ে মতবিরোধ সমাধানে এখনও পর্যন্ত ব্যর্থ মধ্যস্থতাকারীরা। গত অক্টোবর থেকে গাজায় ইসরাইলের আগ্রসনে অন্তত ৩৩ হাজার ১৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৭৫ হাজার ৮৮৬ জন। আর হামাসের আক্রমণে এক হাজার ১৩৯ ইসরাইলি নিহত হয়েছে।
ফিলিস্তিনের সদস্যপদ নিয়ে জাতিসংঘে বৈঠক
এদিকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য ফিলিস্তিনের অনুরোধ নিয়ে বৈঠক করবে নিরাপত্তা পরিষদ। সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় নিউ ইয়র্কে বৈঠকটি অনুষ্ঠিত হবে। আল-জাজিরা এ খবর জানিয়েছে। পূর্ণ সদস্য পদ পেতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে ফিলিস্তিনের আনুষ্ঠানিক আবেদনের পর এমন সিদ্ধান্ত এলো। নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি মাল্টার সমন্বয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
ফিলিস্তিন ২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে।সমর্থকরা জানিয়েছে, জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে প্রায় ১৪০ জন এরইমধ্যে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। তবে আবেদনটিতে এখনও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ভেটো দিতে পারে। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রের প্রশ্নটি সরাসরি আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত, জাতিসংঘে নয়।
গাজায় এক কোটি লিটার জ্বালানি পাঠাচ্ছে ইরাক
ফিলিস্তিনি জনগণের সমর্থনে গাজা উপত্যকায় এক কোটি লিটার জ্বালানি পাঠানোর ঘোষণা দিয়েছে ইরাক। রোববার ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বলেছেন, গাজার বাসিন্দাদের জন্য তার দেশ এক কোটি লিটার জ্বালানি পাঠাবে। এক বিবৃতিতে তিনি বলেছেন, গাজার আহত ফিলিস্তিনিদের গ্রহণ এবং তাদের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইরাক। গাজা উপত্যকায় ছয় মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। জ্বালানির অভাবে সেখানকার হাসপাতাল, পানি ব্যবস্থাপনা, বেকারি ও ত্রাণ কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে।
বাড়ি ফিরতে শুরু করেছেন খান ইউনুসের বাসিন্দারা
অবরুদ্ধ গাজা উপত্যাকার দক্ষিণাংশ থেকে হঠাৎ সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। এরপরেই খান ইউনুসে ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা। তবে ইসরাইলের সামরিক বাহিনী জোর দিয়ে বলেছে যে, গাজায় একটি নির্দিষ্টসংখ্যক বাহিনী থাকবে। ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সৈন্যদের ভবিষ্যতের অভিযানের জন্য প্রস্তুত থাকতে হবে। গাজার দক্ষিণাঞ্চল থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণাকে কৌশলগত হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। যুদ্ধ শেষের দিকে চলে যাচ্ছে বলেও ধারণা করা হচ্ছে। খান ইউনুসে মাত্র একটি ব্রিগেড রেখে বাকি সব সৈন্য ফিরিয়ে নিয়েছে তেল আবিব। কিন্তু হামাসকে নির্মূলের লক্ষ্যে ছয় মাস ধরে ফিলিস্তিনি উপত্যকায় তা-ব চালানো ইসরাইল হঠাৎ এভাবে পিছু হটলো কেন, তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
চলতি বছরের শুরু থেকেই গাজায় সৈন্য সংখ্যা কমিয়ে আনছিল ইসরাইল। অবরুদ্ধ উপত্যকায় মানবিক বিপর্যয় রোধে ইসরাইলের ওপর যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর চাপ ক্রমেই বাড়ছিল। হামাসকে নির্মূলে দক্ষিণ গাজার রাফাহ শহরে বেশ কিছুদিন ধরেই স্থল অভিযান চালানোর হুমকি দিয়ে আসছে ইসরাইল। কিন্তু, সাম্প্রতিক সৈন্য প্রত্যাহারের ঘটনায় ওই অভিযান পিছিয়ে যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। গত কয়েক মাস ধরেই খান ইউনুসে বোমা হামলা চালাচ্ছে ইসরাইল। খান ইউনুস শহর এবং এর আশেপাশের একটি বড় অংশই ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে গেছে। বর্তমানে রাফায় অবস্থান করছেন এমন এক ব্যক্তি বিবিসিকে বলেন, আমার এক প্রতিবেশী খান ইউনুসে তার বাড়িতে ফিরে যাচ্ছে। ফলে আমরাও ফিরে যাওয়ার বিষয়ে আশাবাদী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা