১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রোমানীয় শ্রমবাজার সঙ্কুচিত, ৯০ ভাগ কর্মীর ভিসাই হচ্ছে বাতিল

-


পূর্ব ইউরোপের সম্ভাবনাময় দেশ রোমানিয়ার শ্রমবাজার দিন দিন সঙ্কুচিত হয়ে আসছে। দেশটির নিয়োগকারী কোম্পানি থেকে বৈধভাবে চাহিদাপত্র এনে দিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাসে জমা দেয়ার পরও শত শত কর্মীর নামে ভিসা স্ট্যাম্পিং করানো সম্ভব হচ্ছে না রিক্রুটিং এজেন্সির মালিকদের পক্ষে। এতে কোটি টাকা বিনিয়োগ করেও এজেন্সি মালিকদের প্রতিনিয়ত ‘ভিসা’ না হওয়ার আতঙ্কে থাকতে হচ্ছে বলে মালিকদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। এর মধ্যে নতুন করে যোগ হয়েছে সত্যায়ন জটিলতা।

খোঁজ নিয়ে জানা গেছে, পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ার শ্রমবাজারটি একেবারেই নতুন। দেশটি থেকে আসা চাহিদাপত্র পেয়ে ইতোমধ্যে অনেক বাংলাদেশী ইউরোপের দেশ রোমানিয়ায় পাড়ি জমিয়েছেন। দেশটির সরকার একপর্যায়ে আগ্রহ নিয়ে ঢাকার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে অস্থায়ী ভিসা অফিস স্থাপন করে নিয়মিত কার্যক্রম শুরু করেছিল; কিন্তু অভিযোগ উঠেছিল, ওই সময় বিএমইটির ডিজি শহিদুল হক তার গড়ে তোলা সিন্ডিকেট সদস্যদের দিয়ে প্রতি ভিসার বিপরীতে অলিখিত টাকা দাবি করেছিলেন। এতে রোমানিয়ান ভিসা অফিসাররা ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে অফিস গুটিয়ে চলে যান। এ নিয়ে রিক্রুটিং এজেন্সির মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। কারণ ঢাকায় রোমানিয়ার স্থায়ী কোনো দূতাবাস নেই। দিল্লি না গিয়ে ঢাকাতেই শ্রমিকদের ভিসার সুবিধা পাওয়া যাচ্ছিল। কর্মকর্তাদের অনৈতিক দাবির কারণে দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিল্লি থেকে ভিসা দেয়ার কার্যক্রম শুরু করে রোমানিয়া। এতে বাংলাদেশী শ্রমিকদের ভিসা পেতে শুরু হয় নানা হয়রানি ও ভোগান্তি, যা অদ্যাবধি চলমান রয়েছে বলে জনশক্তি ব্যবসায়ী ও সংশ্লি­ষ্টদের সাথে কথা বলে জানা গেছে।

রোমানিয়ার শ্রমবাজার সঙ্কুচিত হওয়ার পেছনে আরো যে কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে, কর্মী যাওয়ার পর ইউরোপের দেশ ইতালি, হাঙ্গেরিসহ অন্য দেশে পালিয়ে যাওয়া। সব মিলিয়ে এখন বাংলাদেশী রিক্রুটিং এজেন্সির মালিকরা কর্মীসহ দিল্লিতে ভিসা করাতে গিয়ে আর্থিক ক্ষতিসহ নানাভাবে হয়রানি হলেও ১০-১৫ ভাগ ভিসা দেয়া হচ্ছে। আর বাকিগুলো বাতিল করে দিচ্ছেন বলে এজেন্সি মালিকদের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে।

খাদেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এন এইচ খাদেম দুলালের সাথে গত বুধবার রোমানিয়ার শ্রমবাজারের হালচাল নিয়ে আলাপ করলে তিনি নয়া দিগন্তকে আক্ষেপ করে বলেন, রোমানিয়ান নিয়োগকারী কোম্পানিগুলো চাহিদাপত্র দিলেও দিল্লির রোমানিয়া দূতাবাস থেকে সেভাবে ভিসা পাচ্ছি না। এতে আমরা দুই দেশে টাকা বিনিয়োগ করে আর্থিক ক্ষতিসহ নানাভাবে হয়রানি হচ্ছি।
তিনি উদাহরণ দিয়ে বলেন, রোমানিয়া থেকে অনলাইনে এপ্রুভাল এলো। সেটা ইন্ডিয়াতে থাকা রোমানিয়া দূতাবাসে জমা দেয়ার পর শতকরা ১০-১৫ কর্মীকে ভিসা দিচ্ছেন তারা। বাকি ৮৫ ভাগ ভিসা রিজেক্ট করে দিচ্ছেন। তা হলে নিয়োগকারী কোম্পানি কেনো আমাদেরকে এপ্রুভাল দিলো? তিনি বলেন, একজন কর্মী ভিসা আনতে যাওয়া থাকা খাওয়া খরচসহ ৫০ হাজার টাকা খরচ হচ্ছে। এর আগে এপ্রুভাল জোগাড় করে আনতে নানা জায়গায় টাকা দিতে দিতে ৪-৫ লাখ টাকা বিনিয়োগ হয়েছে। এসব এপ্রুভাল আসার পর দিলির রোমানিয়া দূতাবাসে জমা দিলে ভিসা দেয় না। দিলেও খুবই কম। তিনি বলেন, আমার প্রতিষ্ঠানের নামে অনলাইনে ২৫টি এপ্রুভাল পেয়েছিলাম। এগুলো নিয়ে রোমানিয়া দূতাবাসে জমা দিলে মাত্র পাঁচজন কর্মীর ভিসা স্টাম্পিং হয়। আর বাকিগুলো রিজেক্ট হয়ে যায়। তিনি বলেন, এসব এপ্রুভাল জোগাড় করতে নিয়োগকারী কোম্পানি, ইমিগ্রেশনসহ এজেন্টকে গড়ে জনপ্রতি চার লাখ টাকা করে দিতে হয়েছে। এখন ২০টি রিজেক্ট হওয়ায় আমার ৮০ লাখ টাকা ডেমারেজ হলো। ভিসা যদি নাই হবে তা হলে রোমানিয়া ইমিগ্রেশন কেন এপ্রুভাল দিলো? এই কষ্টের কথা আমরা কাকে বলব? এভাবে অনেক লোক বিদেশ যাওয়ার আগেই হয়রানি হচ্ছে। বর্তমানে আমাদের দেশে ৬-৭ হাজার এপ্রুভাল আছে। যাদের ভিসা হচ্ছে না। ইন্ডিয়াতে ভিসা পাচ্ছে না, অনেকে ইন্ডিয়া যেতে পারছে না। আবার যারা যেতে পারছে তাদেরকে ভিসা দিচ্ছে না।

কেন রোমানিয়া দূতাবাস ভিসা রিজেক্ট করছে এমন প্রশ্নের জবাবে খাদেম গ্রুপের কর্ণধার খাদেম দুলাল নয়া দিগন্তকে বলেন, তারা সেটিস্টফাইড না। ওদের বক্তব্য হলো কর্মী নিয়ে সন্দেহ আছে। ভিসা পাওয়ার উপযোগী না। যদি এত নিয়ম দেখানো হয় তা হলে তার দেশ থেকে কেন কর্মীর নামে অনলাইনে এপ্রুভাল দিলা কেন? না দিলে তো যারা কাউন্টার পার্ট রয়েছে তারা তো আর টাকাগুলো নিতে পারত না।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোমানিয়ায় আমাদের বাংলাদেশ দূতাবাস আছে। যদি দূতাবাসের মাধ্যমে সত্যায়ন করার আইন করা হয় তা হলে আমরা সেভাবেই এপ্রুভাল আনব। এ ব্যাপারে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রীর সচিবকে পদক্ষেপ গ্রহণের অনুরোধ থাকল। নতুবা আমরার ব্যবসায়ীদের সামনে আরো বিপদ আছে ।


আরো সংবাদ



premium cement
টানা ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার অনলাইনে ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবে ৯৬ ঘণ্টা নতুন বাংলাদেশ গড়তে নতুন করে শপথ নিতে হবে : রেজাউল করিম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবন এলাকায় যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা নাজিরপুরে আ’লীগের ৫ নেতা গ্রেফতার নাশকতা মামলায় জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার ২৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দায়-দেনা ৫০৫০০ কোটি টাকা দোয়ারাবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে : খাদ্য উপদেষ্টা কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ ৪ আ‘লীগ নেতা গ্রেফতার

সকল