দখলদার ট্রাস্টি বোর্ড অনুমোদনের খবরের প্রতিবাদ আইআইইউসি ট্রাস্টের
- ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বোর্ড অব ট্রাস্টিজের এক বৈঠকে দখলদার ট্রাস্টি বোর্ড অনুমোদনের খবরের প্রতিবাদ জানানো হয়েছে। ট্রাস্টের চেয়ারম্যান আ. ন. ম শামছুল ইসলামের সভাপতিত্বে গত শুক্রবার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বলা হয়, ‘চট্টগ্রাম প্রতিদিন’ নামক একটি অনলাইন পত্রিকায় আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দীন ‘নদভীর নেতৃত্বাধীন ট্রাস্টি বোর্ড পেল চূড়ান্ত অনুমোদন’ শীর্ষক এক খবর প্রকাশ হয়। এই খবরে বিস্ময় প্রকাশ করে বৈঠকে বলা হয় যে, ২০২১ সালের শুরু থেকে আইআইইউসি অবৈধ দখলদারদের দখলে। এর পর থেকে সেখানে চলছে লুটপাট, জমি বিক্রি, বিল্ডিং বিক্রি, অবৈধ নিয়োগসহ চলছে নানা রকমের দুর্নীতি।
বৈঠকে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে একটি রিট মামলা বিচারাধীন রয়েছে। একই সাথে যুগ্ম জেলা জজ, প্রথম আদালত, চট্টগ্রামে একটি মামলা (নং-১২০/২০২১) দায়ের করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম জজ আদালতে নদভীর তর্কিত ট্রাস্ট দলিলের আইনগত কার্যকারিতা নেই মর্মে ঘোষণা চেয়ে দেওয়ানি মামলা (১২০/২০২১ ইং) বিচারাধীন, যে মামলায় আবু রেজা নদভী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি। এমতাবস্থায় জয়েন্ট স্টক কোম্পানির পক্ষে কথিত এই ট্রাস্টের নিবন্ধন দেয়ার সুযোগ নেই।
আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ ওই বিষয়ে জয়েন্ট স্টক কোম্পানিকে নোটিশ দেবে এবং উচ্চ আদালত ও নিম্ন আদালতে বিষয়টি উপস্থাপন করবে বলে বৈঠকে উল্লেখ করা হয়। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ. ন. ম. শামসুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা