১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জন্মদিন পালন করল হাঁস

-

ইরনা নামের একটি হাঁসের এবার ১৭তম জন্মদিন পালন করা হয়েছে। হাঁসটিকে ২০০৭ সালে উদ্ধার করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যে একটি প্রাণীদের অভয়ারণ্য হাঁসটির জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করেছে। দ্য ওয়েস্ট প্লেস অ্যানিমেল স্যাংচুয়ারি ১ এপ্রিল ঝুঁটিওয়ালা হাঁসটির জন্মদিন পালন করে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ওয়েন্ডি টেলর জানিয়েছেন, সে নিঃসন্দেহে বিশেষ হাঁস। সে তার মাতৃত্ববোধ দিয়ে অনেক প্রাণীর অনাথ বাচ্চাদের আগলে রাখছে। ফলে অভয়ারণ্যে এসব বাচ্চাকে বাঁচিয়ে রাখা আমাদের জন্য সহজ হয়েছে।
ঝুঁটিওয়ালা পেকিন প্রজাতির হাঁস সাধারণত ১২ বছরের মতো বেঁচে থাকে। টেলর বলেন, এত দিন বেঁচে থাকা ইরনার জন্য বিরাট এক মাইলফলক। সবচেয়ে বয়স্ক হাঁস হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলতে হলে ইরনাকে আরো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। বর্তমানে এই রেকর্ডের অধিকারী হলো দক্ষিণ আফ্রিকার গ্রাহামসটাউনের গ্ল্যাডিস ব্ল্যাকবিয়ার্ডের মালিকানাধীন এক জোড়া হাঁস। এদের বয়স ৪৯ বছর। ইন্টারনেট।

 

 


আরো সংবাদ



premium cement