১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


৫০০ বছরের ‘এক কাতার’ মসজিদ

৫০০ বছরের ‘এক কাতার’ মসজিদ -

৫০০ বছরের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী ‘এক কাতার’ এই মসজিদটিতে এখনো নামাজ আদায় করেন মুসল্লিরা। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের হাজীপাড়ায় রয়েছে তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদ। ভেতরে নামাজের জন্য একটি মাত্র কাতার হওয়ায় ১৩ থেকে ১৪ জন মুসল্লি জামাতে নামাজ পড়তে পারেন। এই মসজিদটি কত বছর আগে নির্মাণ হয়েছে তার সঠিক তথ্য কারো জানা না থাকলেও নির্মাণশৈলী দেখে স্থানীয়রা ধারণা করেন, মসজিদটির বয়স ৫০০ বছরের বেশি। এলাকার মানুষের কাছে এক কাতার মসজিদ নামেই পরিচিত এই মসজিদ। মসজিদের বাম পাশে একটি প্রাচীন কবর রয়েছে। ধারণা করা হয়, যিনি মসজিদটি নির্মাণ করেছেন এটি তারই কবর। মসজিদের ডান পাশে দাঁড়িয়ে রয়েছে শিয়া সম্প্রদায়ের দাহা। যার দেয়ালের প্রতিটি অংশে দেখা যায় প্রাচীন কারুকার্য। প্রাচীন হলেও প্রতœতত্ত্ব বিভাগের কেউ এখনো মসজিদটিতে আসেননি বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ছাড়া বিভিন্ন স্থান থেকে এই মসজিদে নামাজ পড়তে আসেন প্রচুর সংখ্যক মানুষ।
এক কাতার মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা বলেন, মসজিদটি কত বছর আগে বা কারা নির্মাণ করেছেন তা স্থানীয়দের কেউ বলতে পারেন না। অনেকেই মোগল আমল বা ৫০০ বছর আগে মসজিদটি নির্মাণ করা হয়েছে দাবি করলেও এর সঠিক তথ্য পাওয়া যায়নি। আমার দাদা তার দাদার কাছে শুনেছেন মসজিদের ইতিহাস। তারাও মসজিদ নির্মাণের সন (সাল) বা সঠিক ইতিহাস জানতেন না।

স্থানীয় মুসল্লি গজর পাটোয়ারী বলেন, মসজিদটির দেয়াল অনেক পুরনো। এতে অনেক কারুকার্য রয়েছে। বর্তমান সময়ে এমন মসজিদ নির্মাণ সহজ হবে না। এই মসজিদে নামাজ আদায় অনেক আরামদায়ক।
নুরুজ্জামান নামে অপর একজন বলেন, আমরা আমাদের পূর্ব পুরুষদের কাছে কৃতজ্ঞ। কারণ তারা মসজিদের ইতিহাস না জানলেও এটিকে ধরে রেখেছেন। আমরাও এই ঐতিহাসিক স্থপনাকে আগামী প্রজন্মের কাছে রেখে যেতে চাই।
হাজিপাড়া এক কাতার জামে মসজিদের সভাপতি ফিরোজ কাদের বলেন, ৫০০ বছর আগে নির্মিত এই মসজিদটির দেয়ালে অনেক কারুকার্য রয়েছে। পাশে দুটো কবর ও শিয়া সম্প্রদায়ের একটি মিনার রয়েছে। মিনারটিতেও অনেক সুন্দর করে কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। মসজিদের ভেতরে একসাথে ১৪-১৫ জনের বেশি নামাজ আদায় করতে পারেন না। ঐতিহাসিক এই মসজিদটিকে সংরক্ষণ করার দাবি জানিয়ে তিনি আরো বলেন, মসজিদ ও এর সব স্থাপনা সংরক্ষণ এবং এলাকার মুসল্লিদের নামাজের সুবিধার জন্য পাশেই একটা নতুন মসজিদ নির্মাণ করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরসহ সচেতন মহলের সহযোগিতা প্রয়োজন।
গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ঐতিহাসিক এই মসজিদটি ধরে রাখা উচিত। এর মাধ্যমে আগামী প্রজন্ম মসজিদটি সম্পর্কে জানতে পারবে। এরই মধ্যে মসজিদের কিছু স্মৃতিবিলীন হয়েছে। যেটুকু রয়েছে তা টিকিয়ে রাখতে এবং ঐতিহ্য ধরে রেখে সংস্কারের জন্য প্রতœতত্ত্ব অধিদফতরের সুনজর প্রয়োজন।


আরো সংবাদ



premium cement
মাদরাসা শিক্ষার্থী থেকে মালয়েশিয়ার নামি বিশ্ববিদ্যালয়ের ভিপি বশির ইবনে জাফর মিরপুরে লাঠি হাতে নিয়ে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ ভালুকায় বৃদ্ধা সামর্থ বানুর মানবেতর জীবনযাপন এসএমই মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিপরীত উচ্চারণের ‘সাহিত্য আড্ডা’ কিরগিজস্তানে বিদেশীদের ওপর হামলা : ১৪০ শিক্ষার্থীকে দেশে ফিরিয়েছে পাকিস্তান ডিএমপির অভিযানে গ্রেফতার ২০ দুপুরে ঢাকাসহ ১০ জেলায় বজ্রবৃষ্টির আভাস জেরুসালেম-রিয়াদের মধ্যে স্বাভাবিককরণ চুক্তির মধ্যস্থতায় সৌদি বাইডেনের সহযোগী মার্কেটিং অফিসার পদে সিটি ব্যাংকে চাকরির সুযোগ নাজিরপুরে জনপ্রিয় হয়ে উঠেছে লিচু চাষ

সকল