১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০০ ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ ও ৩ কার্গো এলএনজি কেনা হবে

-


বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ ক্রয় এবং স্পট মার্কেট থেকে তিনটি এলএনজি কার্গো আমদানিসহ ১২টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে তিন হাজার ৬৫৬ কোটি টাকা।
গতকাল বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো: মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, বৈঠকে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) অর্থায়নে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর সাথে কিছু আনুষঙ্গিক বিষয়ও রয়েছে। ভারতীয় প্রতিষ্ঠান দিল্লির বিআইটিইএস লিমিটেড প্যাসেঞ্জার ক্যারেজ সরবরাহসহ অন্যান্য সেবা প্রদান করবে। এতে ব্যয় হবে এক হাজার ৬২৬ কোটি ৪৯ লাখ ৭২ হাজার টাকা। তিনি জানান, বৈঠকে স্পট মার্কেট থেকে তিনটি এলএনজি কার্গো (চলতি পঞ্জিকা বছরের ১৩, ১৪ ও ১৫তম) কেনার তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে ১৩তম কার্গোটি সরবরাহ করবে সিঙ্গাপুর-ভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড। প্রতি ইউনিট এলএনজির দাম ৯.৬৮ ডলার (আগে ছিল ৯.২৩৮৮ ডলার) হিসাবে এ কার্গো আমদানিতে ব্যয় হবে ৪১৮ কোটি ৫৯ লাখ ৪১ হাজার টাকা।

১৪তম কার্গোটি সরবরাহ করবে সুইজারল্যান্ড-ভিত্তিক প্রতিষ্ঠান টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড। প্রতি ইউনিট এলএনজির দাম ৯.৮৯ ডলার (আগে ছিল ৯.২৩৮৮ ডলার) হিসাবে এটি আমদানিতে ব্যয় হবে ৪২৭ কোটি ৬৭ লাখ ৫২ হাজার টাকা।
১৫তম কার্গোটি সরবরাহ করবে সিঙ্গাপুর-ভিত্তিক প্রতিষ্ঠান গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেড। প্রতি ইউনিট এলএনজির দাম ৯.৪৯৬৫ ডলার (আগে ছিল ৯.২৩৮৮ ডলার) হিসাবে এটি আমদানিতে ব্যয় হবে ৪১০ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টাকা।
সমন্বয় ও সংস্কার সচিব জানান, বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ৩৫টি ড্রেজার ও সহায়ক জলযানসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্যাকেজ-২৯-এর আওতায় খুচরা যন্ত্রাংশসহ একটি ট্রেইলিং সাকশন হোপার ড্রেজার (হোপার ক্যাপাসিটি ১০০০ ঘনমিটার) ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। ভারতের কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড থেকে এ ড্রেজার কেনা হবে। এতে ব্যয় হবে ২৩৯ কোটি ৬৪ লাখ ৬৭ হাজার টাকা।
তিনি জানান, বৈঠকে চলতি ২০২৩-২৪ অর্থবছরে কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ১৫তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের একটি প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। প্রতি মেট্রিক টন সারের দাম ৩৬৬.৩৭ ডলার (আগে ছিল ৩৭১.৩৭২৫ ডলার) হিসেবে এতে মোট ব্যয় হবে ১২০ কোটি ৯০ লাখ ৩৭ হাজার টাকা।

সমন্বয় ও সংস্কার সচিব জানান, বৈঠকে স্বল্প আয়ের এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রয়ের জন্য টিসিবির পৃথক তিনটি প্রস্তাবে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল, ৫০ লাখ লিটার রাইস ব্রাণ তেল ও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।
অপর দুই প্রস্তাবের মধ্যে ‘চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় মহানন্দা নদী ড্রেজিং ও রাবার ড্যাম (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের প্যাকেজ নম্বর -ডব্লিউপি-০১-এর পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাবে ২৪ কোটি ৬১ লাখ ৯৭ হাজার টাকা এবং ‘ঢাকা মেট্রোপলিটন এলাকায় পুলিশ সদস্যদের জন্য ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ’ প্রকল্পের পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাবে অতিরিক্ত ১৩ কোটি ৭২ লাখ ৬৩ হাজার টাকা ব্যয় বাড়ার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার শিক্ষানুরাগী এস এম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র! ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে সাড়ে ৩ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ভারতীয় মিডিয়াতে ইসকনের ওপর হামলার খবর ভুয়া : সিএ প্রেস উইং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

সকল