১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

শিশু ও গৃহবধূসহ নিহত ৩

-

বরগুনায় রাস্তা পারা হওয়ার সময় একটি শিশু, নড়াইলে নসিমনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ ও পিরোজপুরে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন।
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা জানান, বরগুনার পাথরঘাটায় রাস্তা পারা হতে গিয়ে মিনি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে খাদিজা (৩) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকী এলাকায় এ ঘটনা ঘটে। খাদিজা ওই এলাকার হুমায়ন কবিরের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় চালক জাহাঙ্গীর আলমকে আটক করেছে স্থানীয়রা। তিনি যশোর জেলার ছোট মেঘলা এলাকার জয়নাল আবেদীনের ছেলে। পাথরঘাটা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনার কথা শুনেই পুলিশ পাঠিয়েছি। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা জানান, নড়াইলের লোহাগড়া উপজেলায় নসিমনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপা আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের দুই শিশু আমেনা ও মো: আনাস এবং স্বামী আতাউর রহমান শিশির গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের তেলিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নসিমন ও মোটরসাইকেল পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। তবে নসিমনের চালক পালিয়ে গেছে।
পিরোজপুর প্রতিনিধি জানান, পিরোজপুরে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জহিরুল ইসলাম রিফাত (২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সাজিদ হোসেন নামের অন্য এক আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় পিরোজপুরের বেকুটিয়া নদীর বঙ্গমাতা সেতুর অ্যাপ্রোচ সড়কে এ দুর্ঘটনা ঘটে। জহিরুল ইসলাম রিফাত জেলার ভাণ্ডারিয়া উপজেলার পৌরসভার পুরনো স্টিমারঘাট এলাকার বাসিন্দা ও সাবেক সমাজ সেবা কর্মকর্তা হালিম মুন্সির ছেলে। আহত সাজিদ একই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রিয়াজ হোসেনের ছেলে। এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আশিকুজ্জামান বলেন, আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে একজনের মৃত্যু হয়েছে। ঘাতক গাড়িটিকে আটকসহ নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের

সকল