১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শিবগঞ্জে ৮ দোকান ও বগুড়ায় ওষুধের গোডাউনে অগ্নিকাণ্ড

-

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং বগুড়ায় পৃথক দু’টি অগ্নিকাণ্ডে আটটি দোকান এবং একটি ওষুধের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় তিন কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক আগুনে পুড়ে আটটি দোকান ও তিনটি ঘর ভস্মীভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। দোকানগুলোর মধ্যে পাঁচটি মুদিখানা, দু’টি মসলা ও একটি কসমেটিকস। গত সোমবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। যদিও ফায়ার সার্ভিস বলছে, ক্ষতির পরিমাণ প্রায় ১৮ লাখ টাকা ও উদ্ধার করা হয়েছে প্রায় ৩০ লাখ টাকার মামামাল। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১২টার দিকে শিবগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সামনে প্রথমে মোহাম্মদ আলীর মুদির দোকানে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি মুদি, দু’টি মসলা ও একটি কসমেটিকের দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা। ক্ষতিগ্রস্ত মুদিদোকানি নওশাদ আলির দাবি- তারা তিন ভাইয়ের শুধু তিনটি মুদিখানার দোকানেই এক কোটি টাকার ক্ষতি হয়েছে। কসমেটিক দোকানি সুমন আলী বলেন, আগুনে পুড়ে তিন লাখ টাকা ক্ষতি হয়েছে। প্রাথমিক ধারণা- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন, সহকারী কমিশার (ভূমি) জুবায়ের হোসেন ও শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগে বুধবার দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নে সাহাপাড়া বৈরাগীপাড়ায় রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে ওয়াজেদ আলীর ছেলে আবদুর রশিদের বাড়ির তিনটি ঘর, দু’টি ছাগল, একটি গরু ও আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বগুড়া অফিস জানায়, বগুড়া শহরের বহুতল বাণিজ্যিক বিপণিবিতান মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে ওষুধের গোডাইউনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় ফায়ার সার্ভিসকর্মীসহ দু’জন আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে শহরের সাতমাথার কাছে এম এ খান লেনে অবস্থিত ভবনটির ষষ্ঠ তলায় এই আগুনের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর হাজার হাজার জনতা সেখানে ভিড় করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। শেষ পর্যন্ত ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছিল।


আরো সংবাদ



premium cement