১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঘোড়ায় চেপে চোর ধরা!

-

বুনো পশ্চিমের সিনেমা বা বই যারা পড়েছেন তারা ঘটনাটি দেখলে ভারি আনন্দ পেতেন। কিছু সময়ের জন্য যেন পুরনো সেই স্মৃতি বাস্তব হয়ে উঠেছিল। ঘোড়ায় চেপে এক চোরকে পাকড়াও করে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর পুলিশ।
ওয়েস্টার্ন বই বা সিনেমার কল্যাণে বুনো সেই পশ্চিমের সাথে আমরা অনেকেরই পরিচিত। তখন ঘোড়ায় চেপে কোনো শহরের শেরিফ বা মার্শাল আসামিকে তাড়া করে ধরা ছিল এক অতি পরিচিত দৃশ্য। এই ঘটনার একটি বাস্তব দৃশ্যায়ন হয়েছে আলবুকাকি শহরে। কেনাকাটা করার অভিনয় করে এক দোকান থেকে কিছু জিনিস চুরি করে পালানোর অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে।
আর পুলিশ তখন শহরের রাস্তা ধরে ঘোড়ায় সওয়ার হয়ে লোকটিকে তাড়া করতে থাকে। একপর্যায়ে আটক করে ওই ব্যক্তিকে। গত শনিবার এ তথ্য জানিয়েছে আলবুকাকি পুলিশ। মজার ঘটনা পুলিশের বডি ক্যামেরায়ও বন্দী হয় দৃশ্যটি।
ওয়ালগ্রিনসের পশ্চিম অংশের একটি বড় দোকান থেকে ২৩০ ডলার মূল্যের পণ্য চুরি হওয়ার পর আলবুকার্ক পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে তাড়া করে। কিন্তু সাইরেন এবং রাস্তার সাথে গাড়ির চাকার টায়ার ঘঁষা খাওয়ার শব্দের বদলে লোকটি শুনল ঘোড়ার ছুটে আসার আওয়ার। তার পরই দেখল কংক্রিটের রাস্তা এবং ফুটপাথ দিয়ে তার দিকে ঘোড়ায় চেপে ছুটে আসছেন এপিডির এক কর্মকর্তা। পুলিশ কর্মকর্তাটির নাম চার্লস ব্রিডেন। তিনি বলেছিলেন পথচারীদের সুরক্ষায় টহল দিতে ঘোড়াগুলো আস্তাবল থেকে কেবলই বের করে আনা হয়েছিল। আলবুকার্কের আপাতত শান্তিপূর্ণ রাস্তা দিয়ে এঁকেবেঁকে ছুটে চলা চ্যাকনকে সতর্ক করে আত্মসমর্পণের নির্দেশ দেন ব্রিডেন। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement