১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

দুই জেলায় প্রাণ গেল ৪ জনের

-

মাগুরা ও শরীয়তপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
মাগুরা প্রতিনিধি জানান, মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় দুই নারীসহ তিন সিএনজি আরোহী নিহত হয়েছে। এ সময় অপর পাঁচ যাত্রী গুরুতর আহত হয়ে মাগুরা ২৫০ শয্যা হাসাপাতালে ভর্তি হয়েছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, মাগুরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকার হাজামবাড়ি নামক স্থানে শুক্রবার রাত ৯টার দিকে এ দুর্ঘটা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া গ্রামের কালিপদ শিকদারের ছেলে মধু শিকদার, একই গ্রামের নারায়ণ চন্দ্র দে’র স্ত্রী পুষ্প রানী দে, নিতাই দে’র স্ত্রী নিরুপমা রানী দে। তারা ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হয়েছেন আরো অন্তত পাঁচ যাত্রী। তাদেরকে মাগুরা ও যশোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরায় একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে রাতে সিএনজিচালিত অটোরিকশায় নিজ বাড়িতে ফিরছিলেন তারা। পথে মাগুরার ছয়ঘরিয়ার হাজামবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জে এম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়।
শরীয়তপুর প্রতিনিধি জানান, নড়িয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শুভ হাওলাদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের সালধ গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নড়িয়া থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালধ গ্রামের খোকন হাওলাদারের ছেলে শুভ হাওলাদার (২২) শুক্রবার বাড়ির সবার সাথে ইফতার শেষে নিজের মোটরসাইকেলে ঘরিষার বাজারে রওনা হন। পথে সালধ পুরনো পোস্ট অফিসের সামনে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। স্বজনরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।


আরো সংবাদ



premium cement