বিএমইটির ২২টি নতুন ডিইএমও কার্যক্রম চালু
- নিজস্ব প্রতিবেদক
- ৩১ মার্চ ২০২৪, ০২:১১
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন নতুন ২২টি ডিইএমওর কার্যক্রম প্রাথমিকভাবে চালু করাসহ ২৭ জেলার জনশক্তি কর্মসংস্থান অফিসে (ডিইএমতে) কর্মরত ২৭ কর্মকর্তাকে সহকারী পরিচালক পদে বদলি, পদায়ন ও অতিরিক্ত দায়িত্ব বণ্টন এবং উপসহকারী পরিচালক/সহকারী হিসাবরক্ষণ (মূল পদ) কর্মকর্তার পদে সংযুক্তি (আয়ন-ব্যয়ন) করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গত ২৪ মার্চ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের (সংস্থাপন শাখা) উপসচিব এ এস এম ফজলুর রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনা মোতাবেক সহকারী পরিচালক পদের এসব কর্মকর্তাকে বিভিন্ন জেলায় সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক (মূল পদ) পদে বদলি করা ছাড়াও আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্বসহ বদলি পদায়ন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বদলি, পদায়ন ও অতিরিক্ত দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে এ কে এম সাহাবুদ্দিনকে বরিশাল ডিইএমও থেকে ঝালকাঠি জেলার সহকারী পরিচালক পদ দেয়া ছাড়াও অতিরিক্ত দায়িত্ব হিসেবে আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে। একইভাবে কুষ্টিয়া, মানিকগঞ্জ, রংপুর, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, বান্দরবান, ঢাকা, গাজীপুর, নোয়াখালী, রংপুর, খুলনা, রাজশাহী, চুয়াডাঙ্গা, জামালপুর, টাঙ্গাইল ও দিনাজপুরের ডিইএমওকে সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক ও হিসাবরক্ষণ কর্মকর্তাকে সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) উপসহকারী পরিচালক (সংযুক্তি) পদে বদলি, পদায়নের পর অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা