সাজেকে পাহাড় থেকে গাড়ি খাদে, চালক নিহত
অন্যান্য স্থানে আরো ৪ জন নিহত- নয়া দিগন্ত ডেস্ক
- ৩০ মার্চ ২০২৪, ০২:৫৬
রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকের কংলাক পাহাড়ে একটি মাহিন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে গেলে এক চালক নিহত হয়েছেন। নোয়াখালীতে সদ্য বিয়ে করা এক প্রবাসী তরুণ ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত হন। এ ছাড়া টাঙ্গাইল ও নাটোরের লালপুরে আরো দুইজন নিহত হয়েছেন।
রাঙ্গামাটি প্রতিনিধি জানান, রাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেকের কংলাক পাহাড়ে পণ্য পরিবহনের সময় একটি মাহিন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলে মাহিন্দ্র চালকের মৃত্যু হয়েছে। নিহত চালক দীঘিনালা উপজেলার রশিক নগর এলাকার তৈয়ব আলীর ছেলে মো: চান মিয়া (৩৫)। জানা যায়, গতকাল শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে সাজেকের কংলাক পাহাড়ে যাওয়ার সময় পণ্যবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় গাড়িতে থাকা দুইজন লাফ দিয়ে নেমে গেলেও রা হয়নি মাহিন্দ্র চালক চান মিয়ার। অন্তত ১৫০ ফুট পাহাড়ের নিচে গিয়ে গাছের সাথে আটকে যায় গাড়িটি। ঘটনাস্থলেই নিহত হন চালক। সাজেক থানার ওসি আবুল হাসান খান জানান, সাজেকে দুর্ঘটনায় একজন মাহিন্দ্র চালক নিহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নোয়াখালী অফিস জানায়, হাতে বিয়ের মেহেদির রঙ শুকানোর আগে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক প্রবাসী তরুণের মৃত্যু হয়েছে। এ সময় আরো এক মোটরসাইকেল আরোহী আহত হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালীর জেলা শহর মাইজদী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের টোকিও ফুডের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন অনিক (২২) কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগদানন্দ গ্রামের মাজারুল হক মন্টু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের ইফতার পার্টিতে যোগ দিতে মোটরসাইকেলে গ্রামের বাড়ি থেকে জেলা শহর মাইজদীতে আসেন অনিক। সন্ধ্যা ৬টার দিকে জেলা শহর মাইজদীর টোকিও ফুডের পাশে হায়দার ইলেক্ট্রনিক্সের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অনিক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবুধাবি প্রবাসী অনিক দুই মাস পাঁচ দিন আগে দেশে ফিরেন। কিছু দিন আগে তিনি বিয়ে করেন। সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লিখিত অভিযোগ পেলে আনগত ব্যবস্থা নেয়া হবে।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলের কালিহাতীতে লরি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সংঘর্ষের ফলে দু’টি গাড়িতেই আগুন ধরে যায়। গতকাল শুক্রবার ভোররাতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুর রহিম (৩০)। তিনি কাভার্ডভ্যানের চালক। তার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলায়। দুর্ঘটনার খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। রেকার দিয়ে গাড়ি দু’টি সরিয়ে নেয়া হলে ঘণ্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক হয়।
লালপুর (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের লালপুর বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী বাবুল বস্ত্র বিতানের মালিক বাবুল হোসেন গতকাল শুক্রবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার সাইপাড়া গ্রামের ইনছার আলীর ছেলে। গত বৃহস্পতিবার রাতে তার বাবা ও ভাই শাহাবুলকে নিয়ে দোকান হতে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় লালপুর বাঘা রাজশাহী সড়কে মাধবপুর ব্র্যাক অফিস এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মারাত্মক আহত অবস্থায় তাকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত বাবুলের পিতা ও ভাইকে লালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা