ড. ইউনূস মহাসমুদ্র তিনি কেন পুকুর চুরি করবেন : ব্যারিস্টার মামুন
- নিজস্ব প্রতিবেদক
- ২৯ মার্চ ২০২৪, ০০:০০
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অবমাননা করে শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এই ভাষাটা আসলেই দুঃখজনক।
তিনি বলেন, যেখানে ড. ইউনূস নোবেলসহ বড় বড় পুরস্কার পেয়েছেন। সেখানে ইউনেস্কোর একটা পুরস্কার পাওয়ার জন্য উনার জালিয়াতি করার কোনো প্রশ্ন আসতে পারে? তিনি বলেন, যেখানে ড. ইউনূস একজন মহাসমুদ্র। সেখানে তিনি কেন পুকুর চুরি করবেন।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে এক ব্রিফিংয়ে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এ মন্তব্য করেন।
ব্যারিস্টার মামুন বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে সারা পৃথিবী দাওয়াত দিচ্ছে। তাকে সম্মাননা দেয়ার জন্য বিশ্বের বিভিন্ন সংস্থা উদগ্রীব থাকে। ড. ইউনূস যে বাকু সম্মেলনে গিয়েছেন সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাকে আমন্ত্রণ জানিয়েছেন। সোস্যাল বিজনেস নিয়ে পৃথিবীর সবাই এখন তার বক্তব্য শুনতে চায়। গ্রামীণ ব্যাংকের নামে আজকে পৃথিবীতে শত শত ব্যাংক হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা