১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মহান স্বাধীনতা দিবস পালন জামায়াতের

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আলোচনা সভায় বক্তব্য রাখছেন মুহাম্মদ সেলিম উদ্দিন : নয়া দিগন্ত -

মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।
গতকাল রাজধানীর একটি মিলনায়তনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তর জামায়াত আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় সভায় বক্তৃতা করেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা প্রমুখ।
মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সাম্য, মানবিক মর্যাদা, অবাধ গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই আমরা মরণপণ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বোধ-বিশ্বাসের আলোকে শাসনকাজে ইসলামী আদর্শ অনুসৃত না হওয়ায় আমাদের স্বাধীনতা পুরোপুরি অর্থবহ হয়ে ওঠেনি। এ দেশের ৯০ ভাগ মানুষ মুসলমান হলেও কুরআন-সুন্নাহর আলোকে শাসনতন্ত্র রচিত হয়নি। তাই অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে হলে আমাদেরকে ইসলামী আদর্শের দিকেই ফিরে আসতে হবে। তিনি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ এবং তাদের রূহের মাগফিরাত কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন।
উত্তরখানে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল : রাজধানীর একটি মিলনায়তনে ঢাকা মহানগরীর উত্তরখান থানা পশ্চিম জামায়াতের উদ্যোগে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা। থানা আমির হাসনাইন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য এবং উত্তরা পূর্ব জোন পরিচালক জামাল উদ্দিন। উপস্থিত মহানগরী উত্তরের তালিমুল কুরআন ফাউন্ডেশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন দেওয়ান, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য উত্তরখান পূর্ব থানার আমির ইসরাইল হোসেন, উত্তরখান থানা পশ্চিমের সেক্রেটারি অধ্যাপক নিজাম উদ্দিন, কর্মপরিষদ সদস্য মাওলানা হেদায়েত উল্লাহ, আব্দুর রহমান, কুরবান আলী ও আওলাদ হোসাইন প্রমুখ।
কেরানীগঞ্জ : ঢাকার কেরানীগঞ্জের একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সভাপত্বি করেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা দক্ষিণের আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। জেলা সেক্রেটারি এ বি এম কামাল হোসাইনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মো: শাহিনুর ইসলাম, জেলা শূরা সদস্য ও কেরানীগঞ্জ উপজেলা আমির মো: ইলিয়াস প্রমুখ।
ঢাকা মহানগরী দক্ষিণ : জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে পবিত্র মাহে রমজান ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আর্তমানবতার সেবায় দুস্থ ও বেকারদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গতকাল রাজধানীর মুগদায় বেকার শ্রমজীবী মানুষের মাঝে রিকশা-ভ্যান, মালামাল ও নগদ পুঁজি বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা: দেলাওয়ার হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও মুগদা পূর্ব থানা আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও মুগদা উত্তর থানা আমির মতিউর রহমান, শ্রমিকনেতা শামীম হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, কর্মক্ষম বেকার মানুষদের স্বাবলম্বী করতে আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নানাবিধ কর্মসূচি অব্যাহত রেখেছি। সীমিত সামর্থ্যরে আলোকে সমাজের বঞ্চিত মানুষের মুখে আমরা হাসি ফোটাতে চাই। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে আজ রিকশা, ভ্যান, মালামাল ও নগদ পুঁজি প্রদান করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন জনগণের অধিকার রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ : খন্দকার মুক্তাদির সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং ফেনীতে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা

সকল