রোমের উদ্দেশে বিমানের উদ্বোধনী ফ্লাইট ঢাকা ছেড়েছে
- নিজস্ব প্রতিবেদক
- ২৭ মার্চ ২০২৪, ০০:০৫
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতালির রোমে সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে। শিডিউল অনুযায়ী গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ফ্লাটটি রোমের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। এর আগে ২০১৫ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার সাংবাদিকদের রোম ফ্লাইট চালু হওয়া প্রসঙ্গে বলেছেন, মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টায় রোমের উদ্দেশে বিমানের প্রথম ফ্লাইট (বিজি-৩৫৫) ছেড়ে যাবে। ফ্লাইটটি রোমে পৌঁছাবে ২৭ মার্চ স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায়। ফিরতি ফ্লাইট (বিজি-৩৫৬) রোম থেকে ২৭ মার্চ সকাল সোয়া ১০টায় ছেড়ে আসবে। তিনি জানান, ২৬ মার্চের প্রথম ফ্লাইটে বিজনেস ক্লাসে ২৩ জন এবং ইকোনমি ক্লাসে ১৭৭ জন যাত্রী রয়েছেন। প্রথম ফিরতি ফ্লাইটে বিজনেস ক্লাসে সাতজন এবং ইকোনমি ক্লাসে ২৪৭ জন যাত্রী আসবেন।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে একযোগে টিকিট বিক্রি শুরু করে। ঢাকা- রোম নতুন রুট চালু উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে ১৫-২০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দিয়েছে। এই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অত্যাধুনিক (বোয়িং ৭৮৭) ড্রিমলাইনার দিয়ে ফ্লাইট পরিচালিত হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা