বিভিন্ন দেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৭ মার্চ ২০২৪, ০০:০৫
যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনায় গতকাল বিশ্বের বিভিন্ন স্থানে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
বাসস জানায়, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে গতকাল যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
দিনের কর্মসূচি অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন এবং ‘মুজিব চিরঞ্জীব’ মঞ্চে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াসের নেতৃত্বে কর্মকর্তারা বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া, কলকাতায় সোনালী ব্যাংক লিমিটেড এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন।
মালয়েশিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্?যাপিত হয়েছে।
মঙ্গলবার দিবসটি উপলক্ষে হাইকমিশনে নানা আয়োজন করা হয়। মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আহসান প্রবাসী বাংলাদেশী এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর উপস্থিত সবাইকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
অনুষ্ঠানের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণীপাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও বিশেষ মুনাজাত।
সৌদিতে স্বাধীনতা দিবস উদযাপিত
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরবে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ পালন করা হয়েছে। গতকাল সূর্যোদয়ের অব্যবহিত পরেই জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে তার নেতৃত্বে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের শিক্ষক-ছাত্র এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কনস্যুলেট প্রাঙ্গণে অস্থায়ীভাবে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
অনুষ্ঠানে তরজমাসহ পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ একাত্তরে নিহত বীর মুক্তিযোদ্ধাদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
মালদ্বীপ প্রতিনিধি জানান, মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছেন। গতকাল প্রত্যুষে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ দেশটিতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্যদের উপস্থিতিতে হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর তিনি উপস্থিত সবাইকে নিয়ে দূতাবাসে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দূতাবাস কর্তৃক আলোচনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা