১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


সিরাজগঞ্জে মেডিক্যাল কলেজে ছাত্রকে গুলি করলেন শিক্ষক

-

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজে ক্লাস চলাকালীন কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক ডা: রায়হান শরীফের গুলিতে আরাফাত আমিন তমাল নামে ৩য় বর্ষের এক ছাত্র আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নিয়ে তার আগ্নেয়াস্ত্র জব্দ করেছে পুলিশ।
কলেজ শিক্ষার্থীরা জানান, শিক্ষক রায়হান শরীফ মাঝে মধ্যেই পিস্তল নিয়ে ক্লাসরুমে প্রবেশ করে ছাত্রছাত্রীদের ভয়ভীতি দেখাতেন। সোমবার বিকেল ৫টায় ক্লাস চলাকালীন তিনি গুলিভর্তি দেশীয় পিস্তল নিয়ে ক্লাসে ঢোকেন। এ সময় ছাত্রছাত্রীদের সাথে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ৩য় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করে বসেন তিনি। গুলিটা তমালের উরুতে লেগে রক্তক্ষরণ হতে থাকে। তার চিৎকারে অন্যরা এগিয়ে আসে। এ সময় ডা: রায়হান শরিফকে তালাবদ্ধ করে রাখা হয়। আর আহত তমালকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাস ঘিরে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেয় পুলিশ।
শিক্ষার্থীদের অভিযোগ, বিকেলে ভাইভা চলাকালীন ৪৫ জন শিক্ষার্থীর উপস্থিতিতে শিক্ষক রায়হান শরীফ তমালের ডান পেয়ে গুলি করেন। ওই শিক্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দেন।
শহীদ এম মুনসুর আলী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মো: আমিরুল হোসেন জানান, শিক্ষক রায়হান শরীফ উগ্র মেজাজী। তিনি প্রায়ই ক্যাম্পাসে অস্ত্র নিয়ে আসেন। সোমবারও তিনি পিস্তল নিয়ে প্রবেশ করেন এবং শিক্ষার্থীদের সাথে তুচ্ছ ঘটনায় বাগি¦তণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই শিক্ষক তমালের পায়ে গুলি করেন। তাকে কলেজের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সে বর্তমানে আশঙ্কামুক্ত।
পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ছাত্রের পায়ে গুলি করেন শিক্ষক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেয়া হয়েছে এবং পিস্তল জব্দ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
নির্বাচনী শোভাযাত্রায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবক নিহত ‘লাজুক’ স্বভাবের ভেলুপিল্লাই প্রভাকরণ যেভাবে শক্তিশালী গেরিলা বাহিনী গড়ে তুলেছিলেন যুক্তরাষ্ট্রের অভিবাসন আদালত কিছু অভিবাসীকে দ্রুত বহিষ্কার করতে চায় হামলা জোরদার করতে পারে রাশিয়া : জেলেনস্কি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লরি, শিশুসহ নিহত ২ ভৈরবে র‍্যাব হেফাজতে নারী আসামির মৃত্যু চবিতে বহিরাগতদের বিরুদ্ধে অভিযান, ৩০ মোটরসাইকেল জব্দ দুর্ভিক্ষের কারণে সুদানে মানবিক সঙ্কট নিয়ন্ত্রণের বাইরে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো বিদেশী সামরিক উপস্থিতি মানব না : হামাস ৩ লাশ উদ্ধারের নেতানিয়াহুর দাবিতে সন্তুষ্ট নয় ইসরাইলিরা কিডনির ‘নীরব ঘাতক’ উচ্চ রক্তচাপ!

সকল