২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


ভারতে ৯ মাস কারাভোগের পর একই পরিবারের ৪ সদস্য দেশে ফিরেছে

-

ভারতে অনুপ্রবেশের দায়ে ৯ মাস কারাভোগ শেষে দেড় বছর পর দেশে ফিরেছেন একই পরিবারের চার সদস্য। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রামপুর গ্রামের সুজা মিয়ার পরিবারের চার সদস্য।
চাকরির প্রলোভন দেখিয়ে দালাল মেজবাহ উদ্দিন ও স্বপন তাদের ভারতে পাচার করে। বিক্রির উদ্দেশ্যে মেঘালয়ের একটি এলাকায় রাখার সময় পুলিশ আমাদের আটক করে। এরপর সেখানকার আদালত ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের ৯ মাসের কারাদণ্ড দিয়ে জোয়াই জেলা কারাগারে পাঠায়। পরে বিষয়টি সংবাদ মাধ্যমে প্রচার হলে ব্র্যাক মাইগ্রেশন তাদের দেশে প্রত্যাবর্তনের উদ্যোগ নেয়।
দীর্ঘ ৯ মাস কারাভোগ করে গত রোববার গুয়াহাটির বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি থেকে বাংলাদেশের তামাবিল সীমান্ত চেকপোস্ট দিয়ে তারা দেশে ফিরেছে। সিলেটের তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রনু মিয়া এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্মকর্তাদের সাথে এ সময় উপস্থিত ছিলেন ভারতের মেঘালয় রাজ্যের জোয়াই ডিস্ট্রিক্ট জেলের ডেপুটি সুপা:িেেন্টন্ডেন্ট বাটস্কামেম ননিবারি, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উপ-ব্যবস্থাপক শায়লা শারমিন প্রমুখ।
পরিবারের সদস্যদের ফিরে পেয়ে সুজা মিয়া আনন্দে কেঁদে ফেলেন বলেন- দীর্ঘদিন পর স্ত্রী-সন্তানদের ফেরত পেয়ে খুবই ভালো লাগছে। আমাদের মতো অসহায়দের নিয়ে যারা সংবাদ করেছে এবং দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করেছে আমরা তাদের কাছে ঋণী।

 


আরো সংবাদ



premium cement