১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


ডেঙ্গুতে ঢাকায় এ বছর মারা গেছেন ৮০২ জন

গতকাল মৃত্যু ১০ আক্রান্ত ১৮০০
-

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা শহরে মৃত্যুর সংখ্যা ৮০০’র বেশি। গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত চলতি বছর কেবল ঢাকায় মৃত্যু হয়েছে ৮০২ জন। উল্লেখ্য, সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বেশি হলেও ঢাকা শহরে মৃত্যু বেশি। অবশ্য চলতি বছর ডেঙ্গু সংক্রমণের শুরুতে ঢাকায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি ছিল। পরে ডেঙ্গু সারা দেশে ছড়িয়ে পড়ার পর ধীরে ধীরে ঢাকার বাইরে সংক্রমণ বাড়তে থাকে।
ঢাকায় মৃত্যু বেশি হওয়ার কারণ হিসেবে ডেঙ্গু চিকিৎসক ডা: যুবায়ের আলম জানান, ঢাকায় সারা দেশ থেকে ক্রিটিকেল রোগীগুলো আসে। উপজেলা অথবা জেলা হাসপাতালে সুস্থ না হওয়ায় অভিভাবকরা ঢাকায় নিয়ে আসেন। এদের বেশির ভাগই শেষ সময়ে হাসপাতালে এসে ভর্তি হন বলে সব ধরনের চেষ্টা সত্ত্বেও বাঁচানো সম্ভব হয় না।
স্বাস্থ্য অধিদফতর গতকাল বিজ্ঞপ্তিতে জানিয়েছে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো এক হাজার ৮০০ জন। গতকালকের মৃতদের মধ্যে ঢাকায় মারা গেছে চারজন এবং ঢাকার বাইরে ছয়জন। উল্লেখ, চলতি বছর ডেঙ্গু রোগে মৃত্যু হয়েছে এক হাজার ৩২৭ জনের। মৃতদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৪৯৩ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গতকাল সোমবার সকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীদের নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬৫ হাজার ৮৬২ জনে। তাদের মধ্যে ৯৮ হাজার ২৭ ঢাকায় এবং এক লাখ ৬৭ হাজার ৮৩৫ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে।
গতকাল সোমবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে সাত হাজার ৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিল। এরমধ্যে ঢাকায় এক হাজার ৭৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন পাঁচ হাজার ১১৬ জন।


আরো সংবাদ



premium cement
বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতে অভিজ্ঞতা বিনিময়ের অনবদ্য প্লাটফর্ম নারী স্পিকারদের সামিট : স্পিকার কম সময়ে মস্তিষ্কের টিউমার শনাক্ত করতে সক্ষম এআই টুল! নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে আসছে বিসিবি ‘সুইজারল্যান্ড শান্তি’ সম্মেলনে চীনকে যোগ দেয়ার আহ্বান জেলেনস্কির রাশিয়া-ইরান একক ব্রিকস মুদ্রা তৈরির কাজ করছে : ইরান আড়াইহাজারে ট্রাকচাপায় যুবকের মৃত্যু তালাকপ্রাপ্ত বাবা-মায়ের যৌথ হেফাজতে থাকতে পারবে সন্তান, জাপানে বিল পাস কালিহাতীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে টেক্সাসে ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৭ বেনাপোল ঘিবা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার কালে মিয়ানমার নাগরিকসহ আটক ৪

সকল