২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শিশুসহ বিভিন্ন স্থানে নিহত ৫

-

নেত্রকোনার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় রাফাত নামে এক শিশুসহ দেশের বিভিন্ন স্থানে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একাধিক ব্যক্তি। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা জানান, নেত্রকোনার পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় রাফাত (৪) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের মানুষউড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফাত উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা গ্রামের জীবনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শিশুটি রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক মহিলা গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছেন। গত সোমবার রাতে উপজেলা কাঁচপুর সেতুর ঢালুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমি আক্তার (২০) নড়াইল জেলার নড়াগাতী থানার জুরালিয়া গ্রামের সুমন মিয়ার স্ত্রী। সে কাঁচপুর এলাকার অনন্ত গার্মেন্টে কাজ করতেন। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান জানান, সোমবার রাতে কাঁচপুর সেতুর ঢালুতে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক সুমিকে চাপা দিলে ঘটনাস্থলে সে নিহত হন।
ঠাকুরগাঁও সংবাদদাতা জানান, ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে বাস চাপায় এক পথচারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে ইসলাম পরিবহনের একটি বাস ঠাকুরগাঁও সদর উপজেলা ২৯ মাইল নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল হামিদ (৫০) নামে এক পথথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আব্দুল হামিদ জগন্নাথপুর ইউনিয়নের গৌরীপুর এলাকার ধোদা মোহাম্মদের ছেলে।
চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চান্দিনায় মারুতির ধাক্কায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাহাবুব মিয়া (৪০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের পালকি সিনেমা হলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিকশাচালক মাহাবুব মিয়া পার্শ্ববর্তী দেবীদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের রফিক মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, চান্দিনা পালকি সিনেমা হলের সামনে থেকে যাত্রী নিয়ে চান্দিনা বাস স্টেশনের দিকে যাচ্ছিল রিকশাচালক মাহাবুব। এ সময় মারুতি রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে রিকশাচালক মাহবুব ছিটকে মহাসড়কে পড়ে। এ সময় বেপরোয়াগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জিয়াউল হক চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ি চাপায় রিতা আক্তার (৪৫) নামে এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা এতিমখানা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামের ক্লাবের বাজার এলাকার মৃত ওমেজ উদ্দিনের স্ত্রী রিতা আক্তার ভরাডোবা বাসস্ট্যান্ডে একটি হোটেলে পাচকের কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক মো: আলী হোসেন জানান, সকালে অজ্ঞাত গাড়ি চাপায় রিতা আক্তার নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে।
নিহতের লাশ উদ্ধার করে আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement

সকল