০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


পানশালার ভিতর জেলখানা

-

ব্রিটেনে কোভিডবিধি শিথিল হতেই গোটা লন্ডন শহরে হইচই ফেলে দিয়েছে এই পানশালা। পানশালা তো নয়, যেন জেলখানা। ইংরেজিতে যাকে বলা হচ্ছে ‘বার বিহাইন্ড বার’, অর্থাৎ পানশালার ভিতর জেলখানা। শোরডিচে এমন একটি পানশালা খুলেছে, এই খবর ছড়িয়ে পড়তেই ভিড় বাড়তে শুরু করেছে কম বয়সী ছেলেমেয়েদের।
জেলখানার মতোই তৈরি করা হয়েছে লন্ডনের বিখ্যাত ব্রিক লেনের এই পানশালাটি। ঢোকার মুখে বসানো রয়েছে মেটাল ডিটেক্টর। জেলের নিয়মেই তা পেরিয়েই ঢুকতে হচ্ছে সবাইকে। সাধারণ পোশাকেই পানশালায় আসছেন গ্রাহকরা। কিন্তু ভিতরে ঢুকতেই তাদের হাতে গেরুয়া পোশাক ধরিয়ে দেয়া হচ্ছে। পানশালার নিয়ম, ভিতরে বসতে হলে কয়েদি বেশেই বসতে হবে। তার পর ওয়ার্ডেনের নজর এড়িয়ে চুরি করতে হবে মদ। অভিনব কায়দায় মদ চুরি করতে পারলেই মিলবে ‘বিশেষ কয়েদি’র তকমা। সাথে মিলবে ‘স্পেশাল ককটেল’ আর পানশালায় বেশিক্ষণ বসে থাকার সুযোগ।
অ্যালকোট্রাজ বলছে, ‘বুঝতে হবে, এটা একটা জেলখানা। এখানে মদের তালিকা হাতে তুলে দেয়া হবে না। চুরি করে মদ খেতে হবে।’ ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement