১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


মানুষের মেধা ও দেশাত্মবোধের সমন্বয় ঘটিয়ে উন্নত রাষ্ট্র গঠনে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : তথ্যমন্ত্রী

সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ : নয়া দিগন্ত -

বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ অঙ্গ। গণমাধ্যম সমাজের মনন তৈরি করার ক্ষেত্রে, নতুন প্রজন্মকে দেশ গঠনে ব্রতী হওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। সমাজের সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপনেও কাজ করছে গণমাধ্যম।
মন্ত্রী গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত চট্টগ্রামের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে সাংবাদিকতার নীতিমালা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও তথ্য অধিকার আইন অবহিতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। কর্মশালার উদ্বোধক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহম্মদ। এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য নঈম নিজাম, মঞ্জুরুল আহসান বুলবুল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি মো: আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি হাসান ফেরদৌস, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামাল হোসেনসহ চট্টগ্রামের স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতার পর প্রথম যে দৈনিক পত্রিকাটি প্রকাশিত হয়েছে তা চট্টগ্রাম থেকেই প্রকাশিত হয়েছে। চট্টগ্রামের সাংবাদিকরা স্বাধীনতা যুদ্ধেও ভূমিকা রেখেছেন। তিনি আরো বলেন, উন্নত রাষ্ট্র গঠন করতে হলে দেশাত্ববোধ থাকতে হবে। দেশাত্ববোধ সৃষ্টি না হলে দেশের আত্মিক উন্নত হবে না। বস্তুগত ও ভৌতিক উন্নয়ন করে উন্নত অবকাঠামো তৈরি করা যায় কিন্তু উন্নত জাতি গঠন করা ভিন্ন বিষয়। বস্তুগত উন্নয়ন দিয়ে উন্নত জাতি গঠন করা যায় না। মানুষের মেধা দেশাত্ববোধের সমন্বয় ঘটিয়ে উন্নত রাষ্ট্র গঠন করতে হবে। সেজন্য গণমাধ্যমের ভূমিকা রয়েছে।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহম্মদ শুভেচ্ছা বক্তৃতায় বলেন, সাংবাদিকদের অধিকার, সম্মান সাংবাদিকদেরই রক্ষা করতে হবে। সাংবাদিকদের নিজ আত্মমর্যাদা ফিরিয়ে আনতে হলে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমাদের নিজেদের অবস্থানকে ধরে রাখতে হবে। মূল সংবাদ পরিবেশন করে নিজেদের পেশাদারিত্ব বাড়াতে হবে, সাথে সাথে পাঠকের কথা বলতে হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমানুষের কথা বলতে হবে।


আরো সংবাদ



premium cement
যে কারণে ডিবিতে গিয়েছিলেন মাওলানা মামুনুল হক? ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডুসেন সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে পুলিশ সাফল্য পেয়েছে : আইজিপি বাংলাদেশের প্রতিটি জেলায় রেলস্টেশন নির্মাণ করা হবে : রেলপথমন্ত্রী বাংলাদেশের আসছেন ‘ওসমান বে’ ধর্ষণ মামলা থেকে মুক্তি মেলার পর বিশ্বকাপে খেলার অনুমতি পেলেন লামিচানে গাজীপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু নারায়ণগঞ্জে ৫৭টি চোরাই মোবাইলসহ ৭ জন গ্রেফতার আশুলিয়ায় তুচ্ছ ঘটনায় বন্ধুর হাতে বন্ধু খুন ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদফতরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ গাজীপুরে ব্যবসায়ীর আত্মহত্যা

সকল