১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চৌগাছা সীমান্তে পতাকা বৈঠক করে ২ ছাত্রকে ফেরত দিল বিএসএফ

চৌগাছা সীমান্তে পতাকা বৈঠক করে ২ ছাত্রকে ফেরত দিল বিএসএফ - ছবি : নয়া দিগন্ত

যশোরের চৌগাছা সীমান্তে পতাকা বৈঠক করে দুই মাদরাসাছাত্রকে ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ।

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশের গদাধরপুর সীমান্ত ও ভারতের লক্ষীপুর উত্তরপাড়া সীমান্তের গদাধরপুর মাঠে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মমিনুর রহমান জানান, উপজেলার আড়ারদাহ কওমি মাদরাসা দুই ছাত্র বৃহস্পতিবার আমার ইউনিয়নের বড় কাবিলপুর জামেমসজিদে তাবলীগ জামাতে আসে। শুক্রবার ফজরের নামাজ শেষ করে তারা দুই বন্ধু পাশেই কপোতাক্ষ নদের তীরে হাঁটতে যায়। নদ খনন কাজ চলায় মাঝখান দিয়ে বাঁধ দেয়া রয়েছে। তারা বাঁধের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে ভারতের লক্ষীপুর বিএসএফ ক্যাম্পের পাশে চলে যায়। এ সময় তাদেরকে লক্ষীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা আটক করে। পরে ভারতের উত্তরপাড়া সীমান্ত ক্যাম্পে হস্তন্তর করেন। সন্ধ্যায় পতাকা বৈঠক করে দুই মাদরাসাছাত্রকে ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ।

ফেরত দেয়া মাদরাসাছাত্ররা হলো ঢাকা গাজীপুর সিটি কর্পোরেশন ১৫৬ আমবাগ নীলনগর ১৩৪৬ অঞ্চল ৭ কোনাবাড়ীর মরজান আলীর ছেলে ওবায়দুল্লাহ (১৭) ও মাগুরা জেলার শালিকা উপজেলার গোড়াগারি আড়পাড়া ইউনিয়নের গোড়াগালি গ্রামের মোতালেব মন্ডলের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (১৯)।

ভারতের লক্ষীপুর সীমান্তের ১০৭ উত্তরপাড়া বিএসএফের পক্ষে উত্তরপাড়া ক্যাম্প কমান্ডার শুরেনধরশিং ও বাংলাদেশের শাহাজাতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী অংশ নেন।

শাহাজাতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী জানান, এ খবর পেয়ে আমরা ভারতীয় বিজিবি ক্যাম্পে যোগাযোগ করি। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের গদাধরপুর সীমান্ত ও ভারতের লক্ষীপুর উত্তরপাড়া সীমান্তের গদাধরপুর মাঠে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ হয় ৬টা ৫৫ মিনিটে। এর পর দুই বাংদেশী মাদরাসাছাত্রকে আমাদের জিম্মায় ফেরত দেন।


আরো সংবাদ



premium cement