১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কুষ্টিয়ায় ৫টি ককটেল উদ্ধার

- নয়া দিগন্ত

কুষ্টিয়ায় পরিত্যক্ত অবস্থায় ককটেল সাদৃশ্য পাঁচটি বস্তু উদ্ধার করেছে কুমারখালী থানা পুলিশ।

সোমবার রাতে উপজেলার কয়া ইউনিয়নের বালির ঘাট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

কুমারখালী থানার সাব-ইন্সপেক্টর কামরুজ্জামান জানান, সংবাদ পেয়ে কয়া ইউনিয়নের বালুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তারা বালির মধ্যে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেন। পরে থানায় এনে পানিভর্তি বালতিতে নিষ্ক্রিয় করার জন্য রেখে দেয়া হয়েছে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আরো সংবাদ



premium cement