খুলনায় যুবলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ জুলাই ২০২৪, ২৩:৫৫
খুলনায় যুবলীগের সাবেক নেতা আল আমিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুলাই) রাতে নগরীর পূর্ব বানিয়া খামার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন পূর্ব বানিয়া খামার লোহার গেট এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে। তিনি নগরীর ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ৯টার দিকে খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকার মুন্নার গ্যারেজে এলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান গণমাধ্যমকে বলেন, রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন মিলে আল আমিনকে কুপিয়ে জখম করে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত চলছে।
ওসি জানান, নিহত আল আমিনের নামে থানায় হত্যাসহ ১০টি মামলা রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা