ওযু করতে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু
- কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা
- ০৬ জুলাই ২০২৪, ১৫:৩৬
সাতক্ষীরার কালিগঞ্জে ওযু করতে গিয়ে শুকজান বিবি (৮৮) নামের এক বৃদ্ধা পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন। শনিবার (৬ জুলাই) ভোরে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শুকজান বিবি চৌবাড়িয়া গ্রামের মরহুম মোহাম্মদ মোল্যার স্ত্রী।
নিহতের পরিবারের সদস্যরা জানান, ফজরের নামাজ পড়ার জন্য ভোর ৬টার দিকে প্রতিবেশী গোলাম রসুল মোল্যার পুকুরে ওযু করতে যান শুকজান বিবি। মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার সময় গোলাম রসুল মোল্যা তার পুকুরের পানিতে শুকজান বিবিকে ভাসমান অবস্থায় দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি কালিগঞ্জ থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।