১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রেমের টানে চুয়াডাঙ্গায় ভারতীয় নারী, পতাকা বৈঠকের পরে হস্তান্তর

প্রেমের টানে চুয়াডাঙ্গায় ভারতীয় নারী, পতাকা বৈঠকের পরে হস্তান্তর - ছবি : নয়া দিগন্ত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেম করে ভারত থেকে অবৈধভাবে চুয়াডাঙ্গায় এসে বিপাকে পড়েছেন পিংকি সরকার (২১) নামে এক নারী। পরে যশোরের বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর ওই ভারতীয় নারীকে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বেনাপোল চেকপোস্টে বিজিবি সদস্যরা হরিদাসপুর পেট্রাপোল বিএসএফের কাছে তাকে হস্তান্তর করেন। এর আগে, গত ২৯ জুন চুয়াডাঙ্গা সীমান্ত হয়ে প্রেমিক সমর সরকারের কাছে আসেন পিংকি।

বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মো: মিজানুর রহমান জানান, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার রায়গঞ্জ থানার কুলুউসারা গ্রামের মানিক সরকারের মেয়ে পিংকি সরকারের সাথে বাংলাদেশের চুয়াডাঙ্গা সীমান্ত এলাকার সমর সরকার নামে এক যুবকের ফেসবুকে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে দু’বছর ধরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সূত্রে গত ২৯ জুন ভারত থেকে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আসেন পিংকি। তিন দিন ধরে চুয়াডাঙ্গায় সমরের সাথে অবস্থান করছিলেন তিনি। বুধবার সমর তার বন্ধুকে দিয়ে পিংকিকে পাঠিয়ে দেন এবং বলেন, ‘তুমি আমার বন্ধুর সাথে যাও, আমি আসছি।’ সমর না সেখানে না গেলেও পিংকিকে বেনাপোল বর্ডারে ফেলে পালিয়ে যায় সমরের ওইবন্ধু। মেয়েটির কান্নাকাটি দেখে স্থানীয় ও বিজিবি সদস্যরা একটি বাড়িতে রাখে। বিজিবি সব ঘটনা বিএসএফকে জানালে তারা পতাকা বৈঠকের মাধ্যমে ওই মেয়েটিকে ফেরত নিতে রাজি হয়।


আরো সংবাদ



premium cement
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জানতে চায় ট্রাইব্যুনাল সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার ইসরাইলি হামলায় ২১ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিককে হত্যা যাত্রাবাড়ী থানার ওসিকে ১৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে

সকল